প্রয়াত কবি শঙ্খ ঘোষ, করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি

প্রয়াত কবি শঙ্খ ঘোষ

জাস্ট দুনিয়া ব্যুরো:  প্রয়াত কবি শঙ্খ ঘোষ, করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল কবির জীবন। কবি লিখেছিলেন, ‘‘কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটাও সহজ নয়।’’ মনে হয়েছিল, সব অসুস্থতাকে পিছনে ফেলে তিনি ঠিক ফিরে আসবেন আগের মতো, খুব সহজেই। তাঁর কলম থেকে আবার শব্দগুচ্ছরা ছন্দ তৈরি করবে। কিন্তু সহজ কথা তো ঠিক ততটা সহজ নয়। এত সহজ ছিল না এই ভয়ঙ্কর সংক্রমণ থেকে ফিরে আসা। ফেরানো গেল না। তাঁর রচিত বেলুনে করেই কি তিনি পাড়ি দিলেন শূন্যে! এখন তিনি উপর থেকেই পায়ের নিচে মেঘকে ভেসে যেতে দেখবেন। তিনি লিখেছিলেন,

 
‘‘তোমরা সবাই মাটির মানুষ

আমার আছে বেলুন বাড়ি-

সেই বেলুনে সমস্ত দিন

শূন্যে ভেসে দিচ্ছি পাড়ি।’’

মৃত্যু কালে শঙ্খ ঘোষের বয়স হয়েছিল ৮৯ বছর। বয়সের কারণেও ভুগছিলেন। সম্প্রতি জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করে দেখা যায় তিনি ভাইরাসে আক্রান্ত। তবে হাসপাতালে না গিয়ে বাড়িতেই ছিলেন কোয়রান্টিনে। ডাক্তারের পরামর্শ মেনেই চলছিল সব। তবে বুধবার সকালে হঠাৎই বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। খুলে দেওয়া হয় ভেন্টিলেশন।

কবিতার পাশাপাশি অধ্যাপনা করেছেন বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ব বিদ্যালয়, দিল্লি বিশ্ব বিদ্যালয় এবং বিশ্ব ভারতীর মতো প্রতিষ্ঠানে। ১৯৭৭-এ ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। এ ছাড়া পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান ও জ্ঞ্যানপীঠ। ২০১১-তে পান পদ্মভূষণ। কিন্তু বার বার তাঁর প্রতিবাদী ভাষা গর্জে উঠেছে। বার বার পড়তে হয়েছে রাজনৈতিক নেতাদের আক্রমণের মুখে। তা বলে থেমে যায়নি তাঁর প্রতিবাদী কলম।

কোভিড পরিস্থিতি ও ভোটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় শঙ্খ ঘোষকে শেষ বিদায় জানানো হবে। কবির ইচ্ছেকে সম্মান জানিয়ে দেওয়া হবে না গান স্যালুট। প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী। কবি লিখেছিলেন,

‘‘কবিতা তোমার কাছে কাঠবিড়ালীর মতো আসে

ক্ষিপ্র পায়ে ভীরু চোখে স্বতঃস্ফূর্ত ভোরের আভাসে

গাছের গুঁড়ির গায়ে ঊর্ধ্বমুখী—মাটিমাখা রোম—

কবিতা তোমার কাছে পৃথিবীর প্রথম নিয়ম।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)