জাস্ট দুনিয়া ডেস্ক: রাজীব কুমারকে ডাকা হল বুধবারেও। সিবিআই সূত্রে অন্তত তেমনটাই খবর।
গত শুক্রবার বিকেলে শিলং পৌঁছেছিলেন রাজীব কুমার। শনিবার তাঁকে সিবিআই প্রশ্নোত্তর পর্বের জন্য ডেকেছিল। তার পর থেকে পর পর চার দিন শিলঙের অকল্যান্ডে সিবিআই দফতরে এসে গোয়েন্দাদের মুখোমুখি হন কলকাতার পুলিশ কমিশনার। বুধবার সকালেও তাঁকে ডেকে পাঠানো হল। পঞ্চম দিনেও তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ হবে কি না তা নিয়ে যদিও কোনও মন্তব্য করতে রাজি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কোনও আধিকারিক।
মঙ্গলবার রাত ১০টা নাগাদ অকল্যান্ড থেকে বার হন রাজীব কুমার। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অন্য দুই কর্তা জাভেদ শামিম এবং মুরলীধর শর্মা। বুধবারও পুরো প্রশ্নোত্তর পর্ব শেষ হবে না বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, এখনও রাজীবের কাছ থেকে বেশ কয়েকটি বিষয় জানার আছে।
অন্য দিকে, রাজীব কুমার ছাড়াও চিটফান্ড কাণ্ডে রাজ্য পুলিশের আরও কয়েক জন কর্তাকে আগে থেকেই নোটিস দিয়ে রেখেছে সিবিআই। ওই তালিকার অন্যতম নাম অর্ণব ঘোষ। তিনি একটা সময়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান ছিলেন। এই মুহূর্তে মালদহের পুলিশ সুপার পদে কর্মরত অর্ণব। ওই চার পুলিশ কর্তাকে ডাকার বিষয়ে স্থগিতাদেশের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আদালত নির্দেশ দিয়েছিল, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নোটিস ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কিছু স্থগিত রাখা হবে। সেই মামলারই শুনানি হবে বুধবার।
এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে সিবিআইয়ের মুখোমুখি হয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই পথে হেঁটে হাইকোর্ট যদি অর্ণবদের ক্ষেত্রেও একই রকম নির্দেশ দেয়, তা হলে তাঁদেরও অনতিবিলম্বে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, সে ক্ষেত্রে রাজীব কুমার ও অর্ণব ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কারণ, ইতিমধ্যেই প্রশ্নোত্তর পর্বে রাজীব কুমার গুণগান গেয়ে রেখেছেন অর্ণবের। চিটফান্ড কাণ্ডের তদন্তে অর্ণব খুব ভাল কাজ করেছেন বলে বার বার জানিয়েছেন রাজীব কুমার।
সারা দিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে, শিলঙের সিবিআই দফতরে ফের আসতে হবে রবিবার
রবিবার জিজ্ঞাসাবাদের জন্য শিলং ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। এ দিন বিকেলে তিনি সিবিআইয়ের প্রশ্নোত্তর পর্ব সেরে শিলং থেকে কলকাতায় ফেরেন। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি রাজীব কুমারের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তোলেন।
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)