সারা দিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে, শিলঙের সিবিআই দফতরে ফের আসতে হবে রবিবার

সারা দিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে

জাস্ট দুনিয়া ডেস্ক: সারা দিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে , তাতেও শেষ হয়নি প্রশ্নোত্তর পর্ব। রবিবার সকালে ফের তাঁকে আসতে হবে শিলঙের ওই সিবিআই দফতরে, এমনটাই সূত্রের খবর।

শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার পৌঁছেছিলেন শিলঙের সিবিআই দফতরে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বেলা ১২টা নাগাদ তাঁর সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। মাঝে এক বার দুপুরের খাওয়া এবং দু’বার চায়ের বিরতি দেওয়া হয়। এ বাদে পুরো সময়টায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে বলেই সিবিআই সূত্রের খবর।

এ দিন রাজীব কুমারের প্রশ্নোত্তর পর্ব ঘিরে সিবিআই দফতরে নিরাপত্তা ব্যবস্থা ছিল অভিনব। তবে রাজীব কুমারকে কী কী প্রশ্ন করা হয়েছে, তিনিই বা তার কী জবাব দিয়েছেন, তা জানা যায়নি।

সারদা মামলায় রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। সেই দলে ছিলেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই মামলার তদন্তে নেমে সিবিআই রাজীব কুমারের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু, একাধিক বার ডাকার চেষ্টা করেও সিবিআই ব্যর্থ হয়। শেষে গত রবিবার তাঁর লাউডন স্ট্রিটের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা।

শনিতে রাজীব কুমার, রবিবারে শিলঙে সিবিআইয়ের ডাক পেলেন কুণাল ঘোষ

সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেন। সিবিআই-ও সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে যায়। এর পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। কিন্তু, তাঁকে তদন্তে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়। রাজীব কুমারের তরফে আদালতে জানানো হয়, পশ্চিমবঙ্গ বা দিল্লি বাদে কোনও ‘নিরপেক্ষ’ জায়গায় প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হোক। সেই মতো শীর্ষ আদালত জানায়, শিলঙে তা করা যেতে পারে।

এর পর সিবিআইয়ের তরফে রাজীব কুমারকে ডেকে পাঠানো হয় শিলঙে। শুক্রবার বিকেলে তিনি কলকাতা পুলিশের দুই আধিকারিক জাভেদ শামিম এবং মুরলীধর শর্মাকে নিয়ে শিলং পৌঁছন।

শনিবার সকাল পৌনে ১১টা তিনি সিবিআই দফতরে পৌঁছন। তাঁকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা সেখানে থাকতে দেখা যায়। সূত্রের খবর, আগামী কাল রবিবারও তাঁকে ডাকা হয়েছে।

ঘটনাচক্রে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও একই মামলায় রবিবার শিলঙে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি কুণালের সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তর পর্ব চলবে রাজীব কুমারের? সিবিআই সূত্রে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।

(বাংলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)