উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯, পেলেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা

উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯রুমানা সুলতানা

জাস্ট দুনিয়া ডেস্ক: উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯, পেলেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আগেই জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে। কারণ, ২০২০-তে হওয়া একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ভিত্তিতেই এই নম্বর দেওয়া হয়েছে। নম্বর রিভিউ করার জন্য আগামী ২৬ জুলাই দুপুর ৩টের মধ্যে আবেদন করার কথাও সংসদের তরফে জানানো হয়েছে।

এ বারের উচ্চমাধ্যমিকে পাশের ৯৭.৬৯ শতাংশ। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এক থেকে দশের মধ্যে রয়েছেন মোট ৮৬ জন পরীক্ষার্থী। ৫০০ নম্বরের পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৪৯৯। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯ হাজার ১৩ জন। উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯ মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। কান্দির শিবরামবাটি এলাকায় থাকেন রুমানা। ফলপ্রকাশের পর তিনি বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষা নেওয়া যায়নি। আমার একাদশ শ্রেণির পরীক্ষা ভাল হয়েছিল। যে হেতু এ বার পরীক্ষা হয়নি, তাই বলব এতে বেশি গুরুত্ব না দিতে। প্রথম হিসাবে নাম তো বলা হয়নি। সংসদ ভেবেচিন্তে এই ফল প্রকাশ করেছে। আমি খুশি। মাধ্যমিক এবং একাদশ শ্রেণির ফল ভাল ছিল। তাই এমন ফল হয়েছে।’’

কান্দিরই রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম হয়েছিলেন। পেয়েছিলেন ৬৮৭ নম্বর। তার পর নিজের স্কুলেই ভর্তি হয়েছিলেন বিজ্ঞান বিভাগে। রুমানা জানান, তিনি দিনে ৫-৬ ঘণ্টা পড়াশোনা করতেন।

রুমানার বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পরভিন ইংরেজির শিক্ষিকা। রবিউল বলেন, ‘‘মেয়ের সাফল্যে আমি খুশি। ও ভবিষ্যতে বিজ্ঞানী হবে, এই আশা করি।’’ আর পরভিন বলেন, ‘‘পরীক্ষা হলে আরও ভাল হত। তবে ও প্রথম হয়েছে এতে আমি গর্বিত।’’ রুমানার দাদু মহম্মদ সৈয়দ কান্দি কলেজের দর্শনে ছাত্র ছিলেন। ১৯৬২-তে তিনি দর্শনে দ্বিতীয় হয়েছিলেন। পেশায় অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রয়াত দাদুর কথা মনে করে রুমানার ঠাকমা সালেহার বানু বলেন, ‘‘রুমানা আমার স্বামীর ইচ্ছা পূরণ করেছে।’’

‘‘উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষা নেওয়া যায়নি। আমার একাদশ শ্রেণির পরীক্ষা ভাল হয়েছিল। যে হেতু এ বার পরীক্ষা হয়নি, তাই বলব এতে বেশি গুরুত্ব না দিতে। প্রথম হিসাবে নাম তো বলা হয়নি। সংসদ ভেবেচিন্তে এই ফল প্রকাশ করেছে। আমি খুশি। মাধ্যমিক এবং একাদশ শ্রেণির ফল ভাল ছিল। তাই এমন ফল হয়েছে।’’
রুমানা সুলতানা


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)