জাস্ট দুনিয়া ডেস্ক: Sisir Adhikari ফোন করে বিজেপির হয়ে ভোট চাইছেন! এমন অভিযোগই উঠল কাঁথির তৃণমূল সাংসদের বিরুদ্ধে। পুরভোটে কাঁথিতে বিজেপি প্রার্থীদের জেতাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী তৃণমূল নেতাদের ফোন করছেন! শনিবার একটি অডিয়ো টেপ ভাইরাল হয়েছে। ওই অডিয়ো টেপকে প্রকাস্যে এনে তৃণমূলের দাবি, বিজেপির হয়ে ভোট চাইছেন শিশির। শিশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমের সামনে বিষয়টি অস্বীকার করেননি। তাঁর পাল্টা প্রশ্ন, ভোট দিতে বলাটা অপরাধ নাকি!
শনিবার সকালে যে অডিয়ো টেপ প্রকাশ্যে এসেছে সেখানে শোনা গিয়েছে দু’জনের কণ্ঠস্বর। এক জনের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে, তিনি বয়স্ক। অন্য জনের স্বর শুনে মনে হচ্ছে, তিনি অপেক্ষাকৃত তরুণ। ফোন ধরতেই বয়স্ক কণ্ঠের ব্যক্তি বলেন, ‘‘আমি শিশির অধিকারী বলছি বাবা।’’ তরুণ কণ্ঠের ব্যক্তি উত্তর দেন, ‘‘হ্যাঁ, স্যার, বলুন স্যার।’’ এর পর সেই বয়স্ক কণ্ঠের ব্যক্তি অন্য জনের পরিচয় জানতে চান। তখন তরুণ কণ্ঠের ব্যক্তি বলেন, ‘‘আমি ১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ।’’ এর পর নিজেকে শিশির অধিকারী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘‘আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে এক বার বলতে। একটু দেখে দেবেন বাবা।’’ তখন নিত্যানন্দ পরিচয়ের ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, ‘‘কাকে দেখব স্যার?’’ উত্তরে বয়স্ক কণ্ঠ বলেন, ‘‘শুভেন্দুর প্রার্থী।’’
এর পরই ভিন্ন দিকে মোড় নেয় দু’পক্ষের কথোপকথন। নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি জিজ্ঞাসা করেন, ‘‘শুভেন্দুর প্রার্থী মানে কে স্যার বলুন?’’ তখন নিজেকে শিশির হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি উত্তর দেন, ‘‘সে আপনাকে দেখে নিতে হবে। আমি বলতে পারব না।’’ নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি প্রশ্ন করেন, ‘‘শুভেন্দু তো বিজেপি করেন। আপনিও তা হলে বিজেপি-কে দিতে বলছেন?’’ তখন শিশির পরিচয় দেওয়া ব্যক্তি জবাব দেন, ‘‘আমি বলব, ভদ্রলোককে দেবেন। চোর-ডাকাতকে দেবেন না। তৃণমূল পার্টিতে যাঁরা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি বুদ্ধিমান লোক। চোর-ডাকাত চেনেন না? আমি খুব বিনীত ভাবে বলছি।’’
এর পর নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি পাল্টা খোঁচা দেন, ‘‘আপনি যদি সাংসদ পদ ছেড়ে নেমে পড়তেন, তা হলে স্যার, সব জিতে যেত। আর তৃণমূল মাঠে থাকত না।’’
নিজেকে শিশির হিসাবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘‘আমি কেন নামব? আপনি তো পাকা জিনিস। আপনি না করলে ছেড়ে দিন। অত বক্তৃতার কী আছে! না পারলে আপনার বাড়িতে কে যাবে? ভোটাধিকার নিজস্ব অধিকার।’’
নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি ফোনে পাল্টা খোঁচা দেন, ‘‘জয় বাংলা, জয় বাংলা। বুড়ো বয়সে ভীমরতি।’’
এ প্রসঙ্গে শিশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ভয়েস রেকর্ডিংটা হায়দরাবাদে পরীক্ষার জন্য পাঠিয়ে দিতে বলুন। আমার ফোন করার কী আছে? তিনি নিজেই হয়তো ফোন করেছেন। আমি কাউকে যদি ভোট দিতে বলি সেটা কি অপরাধ নাকি?’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)