রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই, এক দিনে মৃত ১০

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজাররাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই, স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিনে দেখা গেল সংখ্যাটা ৮ হাজার ৯৮৫। ৯ হাজার থেকে মাত্র ১৫ দূরে।

এ দিন বুলেটিন প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬২০ জন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১০ জন। সব মিলিয়ে এ রাজ্যে মৃতের সংখ্যা ৪১৫। এর আগে কো-মর্বিডিটিতে ৭২ জন মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতর জানিয়েছিল। দীর্ঘ দিন ধরেই মৃতের সংখ্যার সঙ্গে ওই ৭২কে আলাদা ভাবে দেখানো হত। কিন্তু সোমবার রাতের বুলেটিন থেকে দেখা গিয়েছে, ওই বুলেটিনে কো-মর্বিটির কোনও স্থান নেই। বরং সেই সংখ্যা মোট মৃতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৫০ জন। তার মধ্যে কলকাতাতেই রয়েছেন ১ হাজার ৫৪৮ জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যে সুস্থ হওয়ার হার ৪০.২৮ শতাংশ।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)