জাস্ট দুনিয়া ব্যুরো: উপনির্বাচনে প্রচারের তালিকা তৈরি দুই দলের। নির্বাচনের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রচার। ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। গত কয়েকদিনে সব দল তাদের প্রার্থীর নামও জানিয়ে দিয়েছে। কিন্তু প্রার্থীর নাম নিয়ে যতটা না উত্তেজনা রাজনৈতিক মহলে তার থেকে অনেকবেশি প্রচারে কাঁদের দেখা যাবে তা নিয়ে রয়েছে। দলগুলোও বেশ গুছিয়ে তৈরি করছে প্রার্থী তালিকা। এমন এমন নেতাদেরই রাখা হচ্ছে সেই তালিকায় যাঁদের যেমন ফেসভ্যালু রয়েছে তেমনই রয়েছে কথার মূল্য। সেই সব তাবড় নেতাদের ব্যবহার করেই তৃণমূল, বিজেপির মতো দল ৪ কেন্দ্রের উপনির্বাচনে বাজিমাত করতে চাইছে।
বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জিতে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এর পর সদ্য হয়ে গিয়েছে এক কেন্দ্রের উপনির্বাচন এবং দুই কেন্দ্রের না হওয়া সাধারণ নির্বাচন। তাতে বাজিমাত করেছে তৃণমূল। এবার শেষ ধাক্কাটা দেওয়ার অপেক্ষা। দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবা জিতে নিতে পারলেই সোনায় সোহাগা। তাই প্রার্থী নির্বাচনের পাশাপাশি প্রচারেও পরিকল্পনা করেই নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের তালিকার শীর্ষে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন কমিশনকে ২০ জনের নাম পাঠিয়েছে রাজ্য সরকার। একইদিনে ২০ জনের নাম পাঠিয়েছে বিজেপিও।
তৃণমূলের প্রচারের তালিকায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, শতাব্দি রায়, দেব, মিমি চক্রবর্তী, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষ। এঁরাই ভাগ হয়ে চার কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে প্রচারে যাবেন।
বিজেপির প্রচারে তালিকায় এবার কেন্দ্রীয় নেতৃত্বকে ছাপিয়ে গিয়েছে বাংলার মুখেরা। যে সব কেন্দ্রীয় নেতৃত্বকে নির্বাচনের আগে বেশ কয়েকবার প্রচারে দেখা গিয়েছিল এই বাংলায় তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, থাকছেন তিনি। তালিকায় রয়েছেন বাংলার চার প্রতিমন্ত্রীও। বিজেপির তালিকায় রয়েছেন, স্মৃতি ইরানি, গিরিরাজ সিং, প্রতিমা ভৌমিক, হিমন্ত বিশ্বশর্মা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, শমীক ভট্টাচার্য ও মাফুজা খাতুন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)