রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে ৩-০তে জয়ী তৃণমূল, সব জায়গাতেই দ্বিতীয় স্থানে বিজেপি

৪ আসনেই জয় তৃণমূলের৪ আসনেই জয় তৃণমূলের

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে ৩-০তে জয়ী তৃণমূল, সব জায়গাতেই দ্বিতীয় স্থানে বিজেপি। খড়্গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর বিধানসভা কেন্দ্রে গত ২৫ নভেম্বর উপনির্বাচন হয়। বৃহস্পতিবার ওই তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়। সেই ফল প্রকাশ্যে আসতেই দেখা যায়, তিন কেন্দ্রেই তৃণমূলের জয়জয়োকার।

উপনির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক কালিয়াগঞ্জ কেন্দ্রে। ২ হাজার ৩০৪ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। ১১ রাউন্ড শেষে খড়্গপুর কেন্দ্রে ১৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। পঞ্চম রাউন্ডের শেষে করিমপুরে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এগিয়ে ছিলেন ২৮ হাজার ১০২ ভোটে।

রাজ্যের আরও খবর পড়তে ক্লিক করুন

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এই জয় মা-মাটি-মানুষের। এই জয় আমরা মানুষকে উৎসর্গ করতে চাই।’’ তিনি আরও জানান, খড়্গপুর-কালিয়াগঞ্জ কখনওই শাসকদলের ছিল না। এ বার অনেক বেশি ব্যবধান নিয়ে তৃণমূল জিতেছে। তাঁর কথায়, ‘‘মানুষে-মানুষে ভেদাভেদ করিয়েছে বিজেপি। আমরা মানুষের সঙ্গে ছিলাম। তাই জয় এসেছে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)