কার্পেট কারখানায় বিস্ফোরণ উত্তরপ্রদেশে, মারা গেলেন মালদহের ৯ শ্রমিক

কার্পেট কারখানায় বিস্ফোরণ উত্তরপ্রদেশে

জাস্ট দুনিয়া ডেস্ক: কার্পেট কারখানায় বিস্ফোরণ উত্তরপ্রদেশে, মৃত্যু হল ১৩ জনের। জখম অন্তত ৬। নিখোঁজ আরও অনেকে। মৃতদের মধ্যে ৯ জনই এ রাজ্যের মালদহের বাসিন্দা।

শনিবার দুপুরে উত্তরপ্রদেশের ভদোহীর রোহতা বাজার এলাকায় একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের তিনটি বাড়ি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের তলায় অনেকে আটকে রয়েছেন বলে পুলিশের আশঙ্কা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দেন।

এই ঘটনার কিছু ক্ষণ পরেই জানা যায়, মৃতদের অধিকাংশই এ রাজ্যের মালদহের এনায়েতপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বগলাটোলা ও মোমিনটোলা থেকে মাস দেড়েক আগে ১৫-১৬ জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের এক কার্পেট কারখানায়। এ দিন সেই কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ হয়। মৃতদের মধ্যে ৯ জনই ওই দুই গ্রামের বাসিন্দা।

বিস্ফোরণের খবর এসে পৌঁছয় রাজ্যে। পৌঁছয় ওই গ্রামগুলিতেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ৯ জনের বয়স ছিল ২৫ থেকে ৪০-এর মধ্যে। বেশির ভাগই পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। থবর পেয়ে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অনেকের এখনও কোনও খোঁজ নেই বলেও খবর এসেছে গ্রামে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে দোকানে এ দিন বিস্ফোরণ হয়েছে, তার মালিকের নাম কলিয়র মনসুরি। ওই দোকানের পিছনেই একটি কার্পেট তৈরির কারখানা চালাতেন তাঁর ছেলে। এ দিন দুপুরে ওই কারখানায় কাজ করছিলেন অনেকে। হঠাৎই বিস্ফোরণ। ভেঙে পড়ে কারখানাটিও। পুলিশের সন্দেহ, মনসুরি আসলে বেআইনি বাজি কারখানা চালাতেন। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় বাসিন্দারাও একই দাবি করেছেন। বারাণসীর আইজি পীযূষ শ্রীবাস্তব জানিয়েছেন, ওই কার্পেট কারখানায় অবৈধ বাজি তৈরি হত। সেখানে বিপুল পরিমাণ বাজি মজুত করে রাখা হয়েছিল। ওই বাজি থেকেই কোনও ভাবে বিস্ফোরণ হয়েছে বলে তাঁর দাবি।

ইতিমধ্যে এই বিস্ফোরণের খবর এসে পৌঁছেছে নবান্নে। উত্তরপ্রদেশে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, মৃত ১০ শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মৃতদের মধ্যে ৯ জনই মালদহের। শ্রমিকদের দেহ ফিরিয়ে আনতে রাজ্য পুলিশ সাহায্য করবে। ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারী মালদহে যাচ্ছেন।

(বাংলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)