জাস্ট দুনিয়া ব্যুরো: ভাসছে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। প্রবল বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে সব নদী। বইছে বিপদসীমার উপর দিয়ে। তার মধ্যে পাহাড়ে প্রতিমুহূর্তে নামছে ধস। এই পরিস্থিতিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি যা রাত থেকে প্রবল আকাড় নেই। মঙ্গলবার সারাদিনই চলেছে প্রবল বৃষ্টি। তাতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড়ের অনেকাংশ। প্রচুর পর্যটক আটকে পড়েছেন দার্জিলিং, কালিম্পংয়ের বিভিন্ন অংশে। কোথাও ভেঙে পড়েছে বাড়ি। বন্ধ রাখা হয়েছে সান্দাকফু ট্রেকিং। সেই পথে রিম্বিকে বড় ধস নেমেছে। সব মিলে পরিস্থিতি বেশ জটিল। এর মধ্যেই মঙ্গলবার গরুবাথানে মেঘ ভাঙা বৃষ্টিতে ক্ষতি হয়েছে স্থানীয় অনেক বাড়ির। তিস্তার জল এতটাই বেড়েছে যে ত্রিবেনীর রাস্তায় উঠে এসেছে। রাস্তা আর তিস্তা নদীকে আলাদা করা যাচ্ছে না।
(ভিডিও সংগৃহিত এবং ভিডিওর সত্যতা জাস্ট দুনিয়া খতিয়ে দেখেনি)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)