পশ্চিমবঙ্গের ভোট মানচিত্র কোথায় দাঁড়িয়ে, শেষ বেলায় জয় শুভেন্দুর

পশ্চিমবঙ্গের ভোট মানচিত্র

জাস্ট দুনিয়া ব্যুরো: পশ্চিমবঙ্গের ভোট মানচিত্র বদলে দেওয়ার কথা ভেবেই এবারের বিধানসভা নির্বাচনে নেমেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে কে না এতদিন দাঁপিয়ে বেড়িয়েছেন বাংলায়। কিন্তু ভোটের ফলে একক সংখ্যা গরিষ্ঠতার পতাকা উড়িয়ে গিয়েছে তৃণমূলই। ২০০-র বেশি আসন প্রায় নিশ্চিত করে তৃতীয়বার সরকার গঠনের পথে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড টিম। জোটের কোনও চিহ্নই নেই। যদিও নন্দীগ্রামে শেষ মিনিট পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছে ঘোষণা হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎই ঘুরে গেল চাকা এবং জানানো হল মমতা নয় নন্দীগ্রামে জয় ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারীই। সেখানে শুভেন্দু ভোট পেয়েছেন ১,৯,৬৭৩ আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১,৭,৯৩৭।

এখনও পর্যন্ত পাওয়া খবরে কোন কোন‌ হেভিওয়েট ও তারকা প্রার্থী জিতলেন বা হারলেন, দেখে নেওয়া যাক—

অন্যান্য দলের যাঁরা জিতলেন— শুভেন্দু অধিকারী (নন্দীগ্রাম-বিজেপি), মুকুল রায় (কৃষ্ণনগর উত্তর-বিজেপি), অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ-বিজেপি), হিরন চট্টোপাধ্যায় (খরগপুর সদর-বিজেপি), পবন সিং (ভাটপাড়া-বিজেপি), নওয়াস সিদ্দিকি (ভাঙড়-আইএসএফ), লক্ষ্মণ ঘড়ুই (দুর্গাপুর পশ্চিম-বিজেপি), নিশীথ প্রামাণিক (দিনহাটা-বিজেপি), সুব্রত মৈত্র (বহরমপুর-বিজেপি), শিখা চট্টোপাধ্যায় (ডাবগ্রাম-ফুলবাড়ি), নীরজ জিম্বা (দার্জিলিং-বিজেপি সমর্থিত জিএনএলএফ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি-বিজেপি), অজয় পোদ্দার (কুলটি-বিজেপি), বরেন চন্দ্র বর্মন (শীতলকুচি-বিজেপি), মিহির গোস্বামী (নাটাবাড়ি-বিজেপি), সুব্রত ঠাকুর (গাইঘাটা-বিজেপি), অশোক দিন্দা (ময়না-বিজেপি)

অন্যান্য দলের যাঁরা হারলেন— জিতেন্দ্র কুমার তিওয়ারি (পাণ্ডবেশ্বর-বিজেপি), রবীন্দ্রনাথ ভট্টাচার্য (সিঙ্গুর-বিজেপি), রাজীব বন্দ্যোপাধ্যায় (ডোমজুড়-বিজেপি), ঐশী ঘোষ (জামুরিয়া-সিপিএম), কান্তি গঙ্গোপাধ্যায় (রায়দিঘি-সিপিএম), অনির্বাণ গঙ্গোপাধ্যায় (বোলপুর-বিজেপি), দীপ্সিতা ধর (বালি-সিপিএম), সৃজন ভট্টাচার্য (সিঙ্গুর-সিপিএম), শতরূপ ঘোষ (কসবা-সিপিএম), লকেট চট্টোপাধ্যায় (চুঁচুড়া-বিজেপি), বাবুল সুপ্রিয় (টালিগঞ্জ-বিজেপি), সুজন চক্রবর্তী (যাদবপুর-সিপিএম), রাহুল সিনহা (হাবড়া-বিজেপি), সব্যসাচী দত্ত (বিধাননগর-বিজেপি), মীনাক্ষী মুখোপাধ্যায় (নন্দীগ্রাম-সিপিএম), কল্যান চৌবে (মালিকতলা-বিজেপি), নেপালচন্দ্র মাহালো (বাগমুন্ডি-কংগ্রেস), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (বেহালা পশ্চিম-বিজেপি), যশ দাশগুপ্ত (চণ্ডীতলা-বিজেপি), তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুর-বিজেপি), সায়নদীপ মিত্র (কামারহাটি-সিপিএম), রুদ্রনীল ঘোষ (ভবানীপুর-বিজেপি), দেবদূত ঘোষ (টালিগঞ্জ-সিপিএম), অশোক ভট্টাচার্য (শিলিগুড়ি-সিপিএম), বৈশালি ডালমিয়া (বালি-বিজেপি), আবদুল মান্নান (চাঁপদানি-কংগ্রেস), পায়েল সরকার (বেহালা পূর্ব-বিজেপি),পাপিয়া অধিকারি (উলুবেড়িয়া দক্ষিণ-বিজেপি)

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)