মুর্শিদাবাদে মমতার মন্তব্য অধীরকে নয়, বিদ্ধ করল বিজেপি ও দলবদলুদের

মুর্শিদাবাদে মমতার মন্তব্য

জাস্ট দুনিয়া ডেস্ক: মুর্শিদাবাদে মমতার মন্তব্য কখনও আক্রমণ শানাল বিজেপি-কে, কখনও বা তৃণমূল ছেড়ে যাওয়া দলবদলুদের। কিন্তু অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদে মমতার মন্তব্য এক বারের জন্যও বিদ্ধ করল না প্রদেশ কংগ্রেসের সভাপতিকে।

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলের তরফে বহরমপুর স্টেডিয়ামে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন অধীরের গড়ে দাঁড়িয়ে নাম না করে তৃণমূল থেকে বিজেপি-তে চলে যাওয়াদের ‘মিরজাফর’ ও ‘গদ্দার’ বলে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘যাঁরা দুর্নীতি করেছিল, তাঁরা চলে গিয়েছে। রাজনীতি করে তিন ধরনের লোক। লোভী, ভোগী আর ত্যাগী। আমি লোভী নই, ভোগী নই। মনে রাখবেন, মাথার উপরে আমি আছি। আজ পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নিইনি, যা সাধারণ মানুষের বিরুদ্ধে। সব পরিবার কিছু না কিছু পায়।’’


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসতে মুর্শিদাবাদের ২২টি আসনই তৃণমূলের দখল আনতে বার্তা দেন তিনি। এই জেলায় বাম কংগ্রেসের সঙ্গে মুল লড়াই তৃণমূলের, সে কথাও নিজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘‘আপনারা কেউ অন্য কোনও উস্কানিতে পা দেবেন না। বিজেপি আবার একটা সাম্প্রদায়িক দলকে টাকা দিয়ে নিয়ে এসেছে। ওদের ফাঁদে পা দেবেন না।’’

মমতা এ দিন বলেন, ‘‘আমি যত দিন বাঁচব, মাথা নত করব না। যত দিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। আমি বলেছিলাম, সিএএ, এনপিআর করতে দেব না। আমি করতে দিইনি। তার জন্য শুধু আমার পিছনে লাগছে। প্রধানমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে বলে দিচ্ছেন, সরকারি কর্মীরা মাইনে পাচ্ছেন না। একটা কোনও সরকারি কর্মী দেখান, যিনি মাইনে পাননি বা পাচ্ছেন না।’’

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘বিজেপি সাধারণ মানুষের পার্টি নয়। বড়লোকদের পার্টি। জোতদারদের পার্টি। জমিদারদের পার্টি। নোটবন্দি করল, তার পর কোভিডে করল ঘরবন্দি। দাঙ্গাবাজদের পার্টি। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। তৃণমূলই বাংলা শাসন করবে। দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ করবে। বাংলাকে কিছু দেয় না। আমপানে কিছু দেয়নি। কোভিডে এত মানুষ মারা গেল, তাঁদের আমরা সাহায্য করলাম। কিন্তু কেন্দ্র একটাও টাকা দিল না।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)