রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮০, ছাড়া পেলেন আরও ৩: মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮০নবান্নে মুখ্যমন্ত্রী

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮০, ছাড়া পেলেন আরও ৩। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এ দিন দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় আছেন হাওড়া জেলা হাসপাতালের সুপার এবং এক জন স্বাস্থ্যকর্মী। তিনি বলেন, ‘‘কয়েক জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ৮৩। তাঁদের মধ্যে তিন জন বাড়ি ফিরে গিয়েছেন। ফলে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা এখন ৮০।’’


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হাওড়া হাসপাতালের সুপার এবং এক স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ হয়েছে। তাই ওই হাসপাতালে নতুন কর্মিদল পাঠাতে হচ্ছে। অনেককেই কোয়রান্টিনে যেতে হবে। আপাতত হাওড়া হাসপাতালে যাবেন না। উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল এবং সঞ্জীবনী হাসপাতালে যান। সঞ্জীবনী বেসরকারি হাসপাতাল হলেও সেখানে সরকারই চিকিৎসার ব্যবস্থা করবে।’’

নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক…

সব মিলিয়ে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আরও নতুন করে ৫৯১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫।  গত ২৪ ঘণ্টায় ২০ জন প্রাণও হারিয়েছেন। তাতে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা এসে ঠেকেছে ১৬৯-এ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও রাজ্য সরকারের হিসাবে সংখ্যাটা ৮৩।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)