ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ জাম্বো বিমান উড়বে এ বার শহর থেকে

ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ডাবল-ডেকার বোয়িং ৭৪৭

জাস্ট দুনিয়া ডেস্ক: ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ বিমান এ বার আসছে শহরে। পুজোর ভিড় সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

এমনিতেই উৎসবের মরসুমে ট্রেনের টিকিট কোনও ভাবেই পাওয়া যায় না। অনেক আগে থেকেই দূরপাল্লার প্রায় সমস্ত ট্রেনের টিকিটই বুক হয়ে যায়। বিমানের ক্ষেত্রেও অবস্থাটা ইদানীং একই রকম। বিমান পরিবহণ সংস্থাগুলিও এই সময়ে য়াত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রায় হিমশিম খেতে থাকে। সেই পরিস্থিতি সামাল দিতেই এয়ার ইন্ডিয়া ওই ‘জাম্বো’ বিমান নামানোর পরিকল্পনা।

৪২৭ জন যাত্রী বসার ব্যবস্থা আছে ওই ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ বিমানে। দেশের দুই বৃহত্তম বিমানবন্দর কলকাতা এবং মুম্বইয়ের মধ্যে প্রাথমিক পর্যায়ে চলবে ওই বিমান। আগামী ১৬ অক্টোবর থেকে নয়াদিল্লি থেকে কলকাতা এবং নয়াদিল্লি থেকে মুম্বই— এই রুটেই চলবে ডাবল-ডেকার বোয়িং ৭৪৭। উৎসবের মরসুমে যাত্রী ভিড় সামাল দিতেই এমন সিদ্ধান্ত সরকার পোষিত ওই সংস্থার।

ওই ৪২৭ আসনের মধ্যে ১২টি আসন প্রথম শ্রেণির। ২৬টি আসন বিজনেস শ্রেণির এবং বাকি ৩৮৫টি আসন ইকনমি শ্রেণির বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। ‘জাম্বো’ ওই বিমান প্রাথমিক ভাবে ১৬ থেকে ২১ অক্টোবর চালানো হবে। দুর্গাপুজো, নবরাত্রি শেষে ফের দীপাবলির সময়ে আবার চালানো হবে ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ বিমান। দ্বিতীয় পর্যায়ে শুধু দিল্লি-মুম্বই রুটেই চলবে। সাধারণত, ওই ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ বিমান আন্তর্জাতিক রুটে চালানো হয়। পাশাপাশি ভিভিআইপি যাত্রীদের উড়ানের ক্ষেত্রেও ব্যবহার করা হয় ওই চার ইঞ্জিনের ‘জাম্বো’ বিমান।

অ্যামাজন ছাপিয়ে গেল অ্যাপলকে, ব্যবসার অঙ্ক ১ লক্ষ কোটি ডলার

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ বিমানটি এআই ৮৮৭ হিসাবে আগামী ১৬ অক্টোবর সকাল ৭টায় দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হবে। সকাল ৯টা ১০-এ সেটি পৌঁছবে মুম্বই। ফিরতি পথে এআই ৮০৯ হিসাবে সেটি মুম্বই থেকে উড়বে সকাল ১০টা ৪০-এ। দিল্লি পৌঁছবে দুপুর পৌনে ১টায়। আবার বিকেল ৪টে ৫৫তে এআই ০২৩ হিসাবে সেটি রওনা দেবে কলকাতার উদ্দেশে। কলকাতায় পৌঁছবে সন্ধ্যা ৭টা ১০-এ। পিরতি পথে বিমানটি কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবে রাত ৮টা ৫০-এ। দিল্লি পৌঁছবে রাত ১০টা ৫৫-তে।

দ্বিতীয় পর্যায়ে আগামী ১ থেকে ১১ নভেম্বর দিনে দু’বার করে দিল্লি-মুম্বইয়ের মধ্যে ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া। এ বছরই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বোয়িং ৭৪৭-এর পঞ্চাশ বছর পূর্তি।