সোনার দাম আরও বাড়ল, রেকর্ড ছুঁয়ে কর-সহ ৫০ হাজার পেরোল কলকাতায়

সোনার দাম

জাস্ট দুনিয়া ব্যুরো: সোনার দাম আরও বাড়ল কলকাতায়। প্রতি ১০ গ্রামে বুধবারের চেয়েও প্রায় ৪০০ টাকার বেশি বেড়েছে সোনার দাম। তার উপর জিএসটি। সব মিলিয়ে ৫০ হাজারের বেশি ছাড়িয়ে গেল। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি রেকর্ড পরিমাণ বাড়ল সোনার দাম।

গত সপ্তাহেই সোনার দাম ৫০ হাজার টাকা ছুঁয়েছিল। তাল মিলিয়ে দৌড়চ্ছে রুপোও। বুধবারই প্রতি কিলোগ্রাম রুপোর বারের দাম দাঁড়ায় ৫১ হাজার ৯৫১ টাকা। সাম্প্রতিক কালে এতটা চড়তে দেখা যায়নি একে। বৃহস্পতিবার তা আরও বেড়েছে বলে বৌবাজারের স্বর্ণব্যবসায়ীরা জানিয়েছেন।

বুধবার ১০ গ্রাম  ২৪ ক্যারেট সোনা কলকাতায় ছিল ৪৮ হাজার ৮০০ টাকা। এ দিন তা বেড়ে হয়েছে ৪৯ হাজার ২৩০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ০.৮৭৩ শতাংশ। এর সঙ্গে জিএসটি যোগ করলে দাম ৫০ পেরিয়ে গিয়েছে। অন্য দিকে বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেটের গয়নার সোনার দাম ছিল ৪৭ হাজার ৫৬০ টাকা। এ দিন তা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৯১০ টাকা। শতাংশের হিসেবে বেড়েছে ০.৯৩৮।

কেন বাড়ছে সোনার দাম? বিশেষজ্ঞদের দাবি, সঞ্চয়ে সুরক্ষা খুঁজছেন সাধারণ মানুষ। তাই সোনা, রুপোয় লগ্নি বাড়ছে। ফলে চড়ছে দাম।

(বাণিজ্য সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)