এএফসি খেলার মাঝেই আইএসএল নিয়ে অভিনব বার্তা এফসি গোয়ার
বুধবার মারগাওতে তাজিকিস্তানের এফসি ইস্তিকলোলের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের শুরুর কয়েক সেকেন্ডে এফসি গোয়ার খেলোয়াড়রা ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) অনিশ্চয়তাকে তুলে ধরতে একটি প্রতীকী বার্তা হিসেবে খেলা থামিয়ে দেন। এফসি গোয়া, যারা ইতিমধ্যেই…
