Anubhav Kanjilal: মন পড়ে দিল্লির পুজোয়, অনুভব কলকাতায়

Anubhav Kanjilalঅভিনেতা অনুভব কাঞ্জিলাল।

থিয়েটারকে তিনি অনুভব করেন। অনুভব করেন সিনেমা বা ওয়েব সিরিজকেও। ঠিক এই কারণে দর্শকও অভিনেতা হিসেবে তাঁকে অনুভব করতে বাধ্য হন। আসলে তিনি বাধ্য করান। ছোট্ট থেকে যুবকবেলা— দিন কেটেছে দিল্লিতে। গত তিন বছর ধরে কলকাতায় থাকলেও তাই মিস করেন শাহি-শহরকে। বিশেষ করে পুজোর সময়। ঘটনাচক্রে, এ বারও তাঁকে থাকতে হচ্ছে কলকাতাতেই। প্যান্ডেল হপিংয়ে প্রবল আপত্তি। বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা আর বাড়ির পুজোই তাঁর পছন্দ। তিনি অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। দুর্গা-পঞ্চমীতে অনুভবের সঙ্গে আড্ডা দিলেন সম্প্রীতি দত্ত


জাদু: কলকাতায় কেমন আছেন?
অনুভব: খুব ভাল!

জাদু: এ বারের পুজো কেমন ভাবে কাটাবেন?
অনুভব: আমি দিল্লিতেই বড় হয়েছি। ছোটবেলা থেকে যতগুলো পুজো কাটিয়েছি, সব দিল্লিতেই। শেষ তিন বছর ধরে কলকাতায় রয়েছি। বাবা, মা, বোন সবাই দিল্লিতে থাকবে পুজোয়। আমি একাই কলকাতায় পুজো কাটাব।

জাদু: দিল্লির সঙ্গে কলকাতার নিয়মিত দেখা হয়?
অনুভব: হ্যাঁ! আগে তো বছরে ওদের সঙ্গে চার বার দেখা হত। এখন কাজের চাপে তিনে নেমে এসেছে (হাসি)। যাওয়া-আসা চলে। আমার মা, বাবা, কোকেন (কুকুর) সবাই দিল্লিতে। দিল্লি নিয়ে নস্টালজিয়া আমার এখনও যায়নি।

জাদু: মন যদি দিল্লিতেই পড়ে থাকে, তা হলে পুজোয় ক’দিনের জন্য তো দিল্লি ঘুরে আসতে পারেন তো?
অনুভব: না, এই পুজোতে হবে না। শ্যুটিং আছে।

জাদু: কবে থেকে পুজোর আনন্দে মাতবেন?
অনুভব: ষষ্ঠী থেকে ফ্রি হচ্ছি। পুজোর পর থেকে আবার শ্যুটিং শুরু হয়ে যাবে।

জাদু: তা হলে ষষ্ঠী থেকেই কি প্যান্ডেল হপিংয়ের প্ল্যান?
অনুভব: প্যান্ডেল হপিং হয়তো করব না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। আমার এক বন্ধুর বাড়িতে পুজো হয়। উত্তর কলকাতায়। বহু পুরনো। বনেদি বাড়ির পুজো। সেখানে অষ্টমীতে অঞ্জলি দেব।

জাদু: অষ্টমীর দিন তা হলে বন্ধুর বাড়ি। আর বাকি তিন দিন?
অনুভব: বন্ধুদের সঙ্গে আড্ডা তো আছেই। ভাবছি সিনেমা দেখব। ‘কাছের মানুষ’। পুজোর সময় বাংলা সিনেমা দেখতে ভালই লাগে। তার পর আমার সিনেমা ‘সহবাস’-এর নায়িকা ইশা, বুম্বাদা, দেব— ওদের সঙ্গে দেখা হবে। সব মিলিয়ে খুবই এক্সাইটেড আমি। আর হ্যাঁ, ‘কর্ণসুবর্ণ’ দেখব।

জাদু: পুজোয় শপিং কী কী হল?
অনুভব: নিজের জন্য কিচ্ছু কিনিনি। অনেক কিছু উপহার পেয়েছি। বাকিদের জন্য কিনেছি।

জাদু: দিল্লিতে বড় হয়েছেন। আজও শাহি-শহরের নস্টালজিয়া অটুট। তা হলে দিল্লিতে কাটানো পুজোয় কথা শুনি একটু।
অনুভব: প্রত্যেক জায়গার নিজস্ব দুর্গাপুজো রয়েছে। দিল্লিতে অনেক বাঙালি। প্রায় ১৩ লক্ষ। ওকানে এক পুজো থেকে অন্য পুজো ঘুরতাম। ছোটবেলা থেকেই দেখছি, আমাদের ওখানে অনেক অনুষ্ঠান হয়। কলকাতা থেকে অনেক শিল্পী দিল্লিতে যান অনুষ্ঠান করতে। দিল্লির পুজোর স্মৃতি এগুলোই।

Anubhav Kanjilal

জাদু: তিন বছর কলকাতায় আছেন। এখানকার পুজো ভাল লাগে?
অনুভব: ছোটবেলা থেকে তো দিল্লিতে। তিন বছর আগে প্রথম কলকাতার পুজো দেখলাম। এখানকার পুজোর অন্য মেজাজ। দু’জায়গাতেই বাঙলি। কিন্তু সংস্কৃতির ভিন্ন রূপ। এখানকার পুজোর ধরন ও সংস্কৃতি পুরো অন্য রকম।

জাদু: ভাল লাগার নিরিখে দিল্লি আর কলকাতার পুজোর মধ্যে তুলনা করতে বললে?
অনুভব: দুটোই ভাল। তবে দিল্লির পুজো যেমনই হোক না কেন, কলকাতার তুলনায় আমার মনের অনেক কাছের।

জাদু: এখন তো আপনি জনপ্রিয়। সেলিব্রিটি হয়ে ওঠাটা কী ভাবে উপভোগ করছেন?
অনুভব: আমি নিজেকে একেবারেই সেলিব্রিটি মনে করি না। আমি এক জন অভিনেতা, যে রোজকার নিয়মে কাজ করার চেষ্টা করে। কাজটা মন দিয়ে করি। আমাকে যদি কেউ বলে আমার কাজ খুব ভাল লেগেছে, আমার আনন্দ হয়। তাঁর কাছে কৃতজ্ঞ থাকি। কিন্তু নিজেকে আমি আলাদা করে কোনও দিন সেলিব্রিটি ভাবিনি আর ভাববও না, সে যতই কাজ করি না কেন।

জাদু: বাংলা সিনেমায় একসঙ্গে একঝাঁক নতুন মুখ উঠে এসেছে। সকলেই ভাল কাজ করছেন। আপনার কী মত?
অনুভব: আমার সমবয়সি যাঁরা কলকাতায় কাজ করছেন, তাঁরা সত্যিই অসাধারণ। একটা নতুন জেনারেশন, সবাই মিলে চেষ্টা করছি যতটা ভাল কাজ করা যায়। তবে আমি খুব একটা এগুলোতে মন দিই না যে, কে আমাকে কতটা চিনতে পারলেন। শুধু ভাল কাজ করে যেতে চাই।

জাদু: প্যান্ডেল হপিং বা সাধারণ মানুষের মতো রাস্তায় বেরোতে চাইলে জনপ্রিয়তা কি বাধা হয়ে দাঁড়ায়?
অনুভব: একটু তো অসুবিধা হয়। কিন্তু আমার ভিড়ে ক্লস্টোফোবিয়া আছে তাই ভিড়ভাট্টা আমি এড়িয়েই চলি। তবে এখন বাইরে গেলে লোকে চিনতে পারলে ভালই লাগে। কেউ এসে যদি আমার কাজকে খুব ভাল বলে, ভাল লাগে। তবে বিরক্ত করার মতো সে রকম ভিড়ে এখনও পড়িনি।

জাদু: আশা করি সে রকম অভিজ্ঞতা খুব শিগ্রি হবে।
অনুভব: ধন্যবাদ (মুচকি হেসে)।

জাদু: পুজো উদ্বোধন করলেন?
অনুভব: হ্যাঁ, দুটো পুজো উদ্বোধন করেছি। আসলে উদ্বোধনের জন্য কেউ ভালবেসে ডাকলে যাই। মানুষের ভালবাসা যখন যে ভাবে পাই তখন খুব ভাল লাগে। যদিও ভিড়ের কারণে বিষয়গুলো আমার জন্য একটু কষ্টকর।

জাদু: পুজো তো এখন মহালয়া থেকেই শুরু। রেডিওয় শোনেন মহালয়া?
অনুভব: মহালয়া শোনা হয়। কিন্তু এ বার ভোরবেলা উঠতেই পারিনি। তাই শোনাও হয়নি। আগের দিন রাত পর্যন্ত শ্যুট ছিল। কাজে ছিলাম তাই শোনা হয়নি সকালে উঠে। দিল্লিতে নিয়মিত শোনা হত।

জাদু: টিভি চ্যানেলগুলোতে যে মহালয়া দেখানো হয়, সেগুলো দেখেন?
অনুভব: বহু দিন টিভি দেখা হয় না। কিন্তু খবর রাখি কী হচ্ছে, না হচ্ছে।

জাদু: অভিনেতাদের একটা রুটিন থাকে। বিশেষ করে খাওয়ার ক্ষেত্রে। পুজোর সময় কি একটু অনিয়ম করার ইচ্ছে আছে?
অনুভব: না, আমি একদমই নিয়ম করে খাবার খাই না। খেতে খুব ভালবাসি। ইদানীং একটা কাজের জন্য ডায়েট করতে হচ্ছে।

জাদু: প্রিয় খাবার কী?
অনুভব: বিরিয়ানি। সপ্তাহে এক বার বিরিয়ানি খেতে হবেই।

জাদু: তা হলে পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া হবে তো?
অনুভব: একদম হবে। বিরিয়ানি, চাউমিন সবই হবে।

জাদু: স্পেশাল কোনও জায়গায় খাওয়ার প্ল্যান আছে?
অনুভব: স্পেশ্যাল বলতে বিরিয়ানি। আর বিরিয়ানি মানেই আমার কাছে সেরা জায়গা হাতিবাগানের আমিনিয়া। ওখানকার মতো বিরিয়ানি মনে হয় না আর কোথাও পাওয়া যায়। তা ছাড়া আরসালানের রোল আর রাস্তার চাউমিনও খুব ভাল লাগে।

জাদু: স্ট্রিট ফুড খাওয়া হয় তা হলে!
অনুভব: একদম।

জাদু: নতুন কোনও কিছু কাজ কি আসছে?
অনুভব: হ্যাঁ, অনেকগুলোই আসছে। যে হেতু অফিসিয়াল ঘোষণা হয়নি, তাই সব বলা যাবে না। কিন্তু হিন্দি, বাংলা দুটোতেই আসছে। ‘সহবাস’ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ওটিটিতে।

জাদু: ‘সম্পূর্ণা-২’ দেখার অপেক্ষায় অধীর আগ্রাহে অপেক্ষা করছেন দর্শকেরা। কবে আসতে পারে?
অনুভব: খুব তাড়াতাড়ি আসবে।

জাদু: ‘সম্পূর্ণা’তে আপনার চরিত্রটি নেগেটিভ ছিল। নেগেটিভ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
অনুভব: খুব ভাল। আমার হইচই-এর সঙ্গে কাজ করতে ভালই লাগে। আর সায়ন্তন ঘোষালের কাজ আমার খুব পছন্দের। ওঁকে ব্যক্তিগত ভাবেও পছন্দ করি। তা ছাড়া যিনি গল্প লিখেছেন সৌম্যব্রত বক্সী, তিনি আমার খুব প্রিয় মানুষ। আমি কাজটা খুব কমফোর্ট জোনে থেকেই করতে পেরেছি।

জাদু: নিজের চরিত্র নিয়ে…
অনুভব: খুব বুদ্ধি করে লেখা একটা চরিত্র। আমার মনে হয় যে কোনও অভিনেতার মজাই লাগত এই চরিত্রে অভিনয় করতে। আমি খুব কৃতজ্ঞ যে ‘সম্পূর্ণা’র মতো একটা কাজ আমার কাছে এসেছে।

জাদু: ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শারদীয়ার অনেক শুভেচ্ছা। পুজো খুব ভাল কাটুক।
অনুভব: আপনারও ভাল কাটুক।

ছবি—অনুভব কাঞ্জিলালের ফেসবুক থেকে

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle