জাস্ট দুনিয়া ডেস্ক: গিয়েছিলেন ঘুরতে। কিন্তু সেখানে গিয়ে ঘোরার বদলে পুলিশ স্টেশনের চক্কর কাটতে হল অভিনেতা Annu Kapoor-কে। তার মধ্যে সর্বস্ব খুইয়ে বিপাকে তিনি। প্যারিসের মতো জায়গায় এমন ঘটনায় স্তম্ভিত তিনি। এক কথায় নিরাপদ দেশগুলোর মধ্যে একটি ফ্রান্স। তার মধ্যে সেটা যখন রাজধানী শহর তখন তো কথাই নেই। আর সেখানে গিয়েই নাকি সর্বস্ব খোয়াতে হল তাঁকে। এই ঘটনার বিস্তারিত তিনি জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে তিনি জানান, প্যারিসে তাঁর সব কিছু লুঠ করে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে, ওয়ালেট, ক্রেডিট কার্ড, ফ্রান্সের কারেন্সি, ইউরো, আইপ্যাড-সহ আরও অনেক কিছু।
তিনি তাঁর এই অভিজ্ঞতার পর সবাইকে সাবধান করেছেন। তিনি বলেছেন, ফ্রান্সে ঘুরতে গেলে যেন সবাই খুব সাবধান থাকেন। তাঁর ক্ষেত্রে এমনটাই হয়েছে। চোখের নিমেশে গায়েব হয়ে গিয়েছে সব কিছু। কাউকে বিশ্বাস করতেও বারণ করেছেন তিনি। তিনি ফেসবুকে তাঁর ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘আমি ইউরোপ ট্যুরে রয়েছিল। দুঃখজনকভাবে আমার গ্যাজেট-সহ ব্যাগ যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল তা চুরি হয়ে গিয়েছে।’’
তবে সব খুইয়ে রীতিমতো বিপদে পড়েছেন তিনি। টাকা –পয়সা কিছু নেই। শুধু পাসপোর্টটা রয়েছে। সেটা যে বেঁচে গেছে এখড় সেটাই স্বস্তি দিচ্ছে তাঁকে। পাসপোর্ট গেলে আরও বড় বিপাকে পড়তে হত তাঁকে। এই ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন ১৮ জুন। তার পর অবশ্য বুধবার তিনি আরও একটি ভিডিও পোস্ট করেন দিজোঁ ভিলেজ থেকে। সেখানেও তিনি ফ্রান্সের বদনামই করেছেন। বিশেষ করে এই ভিডিও-তে তিনি ফ্রান্সের বিখ্যাত ট্রেনের সমালোচনা করে বলেন, এর থেকে ভারতের ট্রেন অনেক ভাল। শুনে নিনি তাঁর ভিডিও বার্তা—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে