জাস্ট দুনিয়া ব্যুরো: ‘অপরাজিত’ নিয়ে সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাসের শেষ নেই। সব কিছুকে ছাঁপিয়ে যাওয়ার পথে এই সিনেমা। তা বলে বিতর্ক (Aparajito Controversy) থাকবে না তা কি হয়? ছোট করে হলেও অপরাজিত নিয়ে একটি বিতর্ক জন্ম নিয়েছে সদ্য। আর অভিযোগের কেন্দ্রে অনীক দত্তর সিনেমায় দুর্গা নির্বাচনের ঘটনা। অভিযোগ ‘অপরাজিত’র পরিচালক যে ভাবে দুর্গাকে নির্বাচিত করা হয়েছিল দেখিয়েছেন, সেটা ঠিক নয়। আর এই প্রসঙ্গ তুলে এনেছেন সত্যজিৎ রায়ের দুর্গা উমা দাশগুপ্তের কন্যা শ্রীময়ী সেন রাম। তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন।
তিনি তাঁর পোস্টে লেখেন, ‘‘আমি অপরাজিত দেখলাম। যেখানে ‘পথের পাঁচালী’ তৈরি হওয়ার বিস্তারিত দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উমা অপরাজিতর বাড়িতে যাচ্ছে কোনও আত্মীয়ার সঙ্গে আর তিনি তাঁকে এই চরিত্রের জন্য নিতে অনুরোধ করছে। কিন্তু তাঁকে পরিচালকের পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত বিমলা অপরাজিতকে রাজি করাচ্ছে দুর্গার চরিত্রে তাকে নেওয়ার জন্য। যা সঠিক তথ্য নয়।’’
যদিও তিনি পরে বলেছেন, বিষয়টি খুবই ছোট। এত বড় মঞ্চে যেটা অনেকের কাছেই নগন্য। তবে তাঁর মতে, পরিচালকের আরও ভাল করে রিসার্চ করা উচিত ছিল। দেখে নিন আর কী কী লিখেছেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google