জাস্ট দুনিয়া ডেস্ক: দীপিকা এবং রণবীরের বিয়ে হয়ে গেল বুধবার। ওই দিন সকালে ইতালির লেক কোমোতে দক্ষিণী রীতি মেনে দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান হয়।
সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ওই দম্পতি কোনও ছবি শেয়ার করেননি। তবে, সংবাদ সংস্থা এএনআই টুইট করে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে দীপিকা ও রণবীরের বিয়ের জায়গাটি, ভিলা ডেল বালবিয়ানেলো— কোমো লেকে যে পাহাড়, তার চূড়ায় অবস্থিত।
ভিডিওটিতে দেখা যাচ্ছে পাত্র এবং পাত্রী পক্ষ নব দম্পতিকে নিয়ে যাচ্ছে। অতিথিদের প্রায় সকলের পরনেই সাদা রঙের পোশাক।
#WATCH: Visuals from Villa del Balbianello at Lake Como, the wedding venue of Deepika Padukone & Ranveer Singh, in Italy's Lombardy pic.twitter.com/47Jk1MmU2j
— ANI (@ANI) November 14, 2018
সোনালী বেন্দ্রে নিউইয়র্কেই গোল্ডি বহলেরে সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করলেন