কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেল, দেখুন ভিডিও

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

জাস্ট দুনিয়া ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হল। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৪তম ওই চলচ্চিত্র উৎসবের সূচনা করেন অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মঞ্চে ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, শাহরুখ খান, মহেশ ভাট, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়, নন্দিতা দাশ, মাজিদ মাজিদি-সহ এক ঝাঁক তারকা। সেই তালিকায় ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, দেব, মিমি, সোহম, শ্রাবন্তী-সহ অনেকেই।

আগামিকাল রবিবার অর্থাৎ ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব৷ এ বছরের চলচ্চিত্র উৎসবে সব মিলিয়ে ১৬টি প্রেক্ষাগৃহে ৩৩২টি ছবি দেখানো হবে৷ উদ্বোধনী ছবি ছিল অ্যান্টনি ফিরিঙ্গি৷

এ দিনের শুরুতেই উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ তাঁর বক্তব্য বলেন। তাঁর পরেই বলতে আসেন প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রহমান। একে একে জয়া বচ্চন থেকে শাহরুখ খান হয়ে মঞ্চে বলেন অমিতাভ বচ্চন। তিনি বক্তব্য শুরুই করেন বাংলায়।

জালালউদ্দিন গাজি কিন্তু অন্য ট্যাক্সিচালকদের থেকে অনেকটাই আলাদা

সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি মজা করে মমতার উদ্দেশে বলেন, ‘‘আবার এসে গেছি। মুখ্যমন্ত্রীকে অনেক বার বলেছি আমাকে ডাকবে না। আর নতুন কিছু বলবার বাকি নেই। কিন্তু মুখ্যমন্ত্রী কথাই শোনেন না। তাই আবার এসে গেছি। আচ্ছা, এই কথাটা অনেক বার বলেছি, কিন্তু ইংরেজিতে। এ বার বাংলায় বলছি। মমতাদি আশা করি এই বার বুঝবেন, আর পারব না মা। রক্ষা করুন।’’ নিজের বক্তৃতায় অমিতাভ বলেন, সিনেমার কোনও সীমারেখা হয় না। তার পর সিনেমার নেপথ্য শিল্পীদের নিয়ে অনেক কথা বলেন তিনি।

সূচনা অনুষ্ঠানের শেষে মমতা বলতে উঠে বলেন, ‘‘অমিতাভজি বলছিলেন, আমাকে ক্ষমা করো মা, আমি আর আসতে পারব না। আমি বলি, আপনাকে আসতেই হবে। কারণ, পরের বছর এই উৎসবের ২৫তম বর্ষ। জয়াজিকে নিয়ে আপনাকে আসতেই হবে।’’ মঞ্চে বসে তাকা অমিতাভকে তখন মিটি মিটি হাসতে দেখা যায়।

সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের কথা বলতে উঠে বলেন, ‘‘১০০ বছরের বাংলা সিনেমার যে আয়োজন এখানে দেখলাম, তাতে আমি মুগ্ধ। আমাদের পূর্বসূরিদের স্মরণ করছি। যাঁদের আত্মত্যাগে এই ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।’’

নিজের কথা বলতে উঠে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডগ শাহরুখ খান মজার সুরে মুখ্যমন্ত্রীর কাছে অনুযোগ করেন, তাঁর ছবি চলচ্চিত্র উৎসবে কখনও মনোনীত হয়নি। এর পরেই তিনি মমতার অনুমতি নিয়ে আগামী বড়দিনের সময় মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘জিরো’র ট্রেলার দেখান। হাততালিতে ফেটে পড়ে গোটা নেতাজি ইন্ডোর।