জাস্ট দুনিয়া ডেস্ক: সোমবারও এই নজরুল মঞ্চেই অনুষ্ঠান করেছিলেন। সেদিনও মানুষে ঠাসা ছিল গ্যালারি। সেই ছবিও পোস্ট করেছিলেন মঙ্গলবার দুপুরে। আর রাতেই সব শেষ। এটিই ছিল তাঁর শেষ পোস্ট (Last Post Of KK)। প্রানবন্ত, জীবন্ত একটা মানুষ মুহূর্তের মধ্যে ‘নেই’ হয়ে গেল। শেষ গান হয়ে থেকে গেল, ‘‘রহে ইয়া না রহে কাল, পল.. ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল…’’। একটা, দুটো নয় কেকে-কে নিয়ে তৈরি হল অজস্র এমন ‘পল’। যা থেকে যাবে মানুষের মনে। কেকে শেষ ভিডিও পোস্ট করেছিলেন কলকাতায় আসার বার্তা দিয়ে ২৫ মে। ৩০ মে তিনি বিমান বন্দর থেকে পোস্ট করেন তাঁর দলের সঙ্গে সেলফি।
এলেন, দেখলেন, জয় করলেন। তার পর সবটাই শূন্য হয়ে গেল। রেখে গেলেন অজস্র মন ছুঁয়ে যাওয়া গান। তিনি বাঁচবেন তাঁর গানে। তিনি বাঁচবেন তাঁর ফ্যানদের মনে, ভালবাসায়— তা যেন প্রমাণ করে দিল মৃত্যু। তিনি যে কীভাবে তাঁর ফ্যানদের মনে বাসা বেঁধেছিলেন তা কী তিনি নিজেও জানতেন! তিনি কী জানতেন, যে কলকাতা নিজের সংস্কৃতির গর্বে গর্বিত সেই কলকাতা কেকে-র জন্য কেঁদে ভাসাবে। আসলে শিল্পির কোনও ভাষা হয় না, হয় না কোনও ভৌগলিক সীমান্ত, শিল্পি জায়গা তৈরি করে তাঁর শিল্পকর্ম দিয়েই। কেকে-ও তেমনই। যাঁকে দূর থেকেই ভালবাসা যায়। যাঁর গানে বাঁচা যায়, যাঁর গানে কাঁদা যায়, হাসা যায়।
দেখুন কেকে-র শেষ কিছু পোস্ট
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google