Mahima Chaudhry-র ক্যান্সার, ভিডিও পোস্ট অনুপম খেরের

Mahima Chaudhry

জাস্ট দুনিয়া ডেস্ক: অনেকদিন তাঁকে (Mahima Chaudhry) ক্যামেরার সামনে দেখা যায়নি। বিনোদন দুনিয়ার মানুষরা যতক্ষণ ক্যামেরার সামনে ততক্ষণই তাঁদের মনে রাখে জনগন। না থাকলে সময়ের নিয়মে স্মৃতি ক্রমশ হালকা হতে থাকে। তিনিও তার ব্যতিক্রম ছিলেন না। হঠাৎই এলেন চমকে দেওয়া খবর নিয়ে। অভিনেতা অনুপম খেরের ক্যামেরার সামনে মন খুলে বললেন নিজের কথা। বলতে বলতে আবেগে ভাসলেন, কখনও কেঁদে ফেললেন, কখনও ধন্যবাদ দিলেন। তিনি মহিমা চৌধুরী। পরদেশ সিনেমার শাহরুখ খানের বিপরিতে অভিনয় করে উঠে এসেছিলেন লাইম লাইটে। কিন্তু তেমনভাবে নায়িকার ভূমিকায় তাঁকে খুব বেশি পাওয়া যায়নি। তবে করে গিয়েছেন ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়।

সম্প্রতি অনুপম খের একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে মহিলা চৌধুরী বলছেন তাঁর কথা। ভিডিও পোস্ট করে অনুপম খের লিখছেন, ‘‘মহিমা চৌধুরী সাহজ ও ক্যান্সারের কাহিনী। আমি এক মাস আগে আমেরিকা থেকে মহিমা চৌধুরীকে ফোন করেছিলাম আমার ৫২৫তম সি‌নেমা ‘দ্য সিগনেচার’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য। সেখান থেকেই আমি জানতে পারি ও স্তন ক্যান্সারে আক্রান্ত। ওই চেয়েছিল আমি ওর অসুস্থতার খবর সামনে আনি।’’

অনুপম খের আরও লেখেন, ‘‘তুমি আমার হিরো! বন্ধুরা আপনারা ওকে আপনাদের ভালবাসা, শুভেচ্ছা, উষ্ণতা, প্রার্থণা পাঠান। ওর জায়গা সেটে ও ফিরেছে। ও ওড়ার জন্য তৈরি। সব প্রযোজক, পরিচালক যাঁরা রয়েছেন, এটাই আপনাদের সুযোগ ওর  ক্ষমতাকে কাজে লাগানোর। ওর জয় জয় হো।’’ তবে এখন পুরোপুরি সুস্থ এই বলি তারকা। তাঁর দীর্ঘ সুস্থ জীবনের কামনায় জাস্ট দুনিয়া ডট কম। শুনুন অনুপম খেরের পোস্ট করা ভিডিওয় কী বললেন মহিমা চৌধুরী—

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle