‘মুল্ক’ নিয়ে আসছে অন্য ঋষি-তাপসীকে

‘মুল্ক’

ডোডো রে


‘মুল্ক’ এর শুটিংযে খুব অস্বস্তির মধ্যে পড়েছিলেন।

কে?

কে আবার ‘চিন্টু জি’। মানে ঋষি কাপুর।

কিন্তু কেন?

পরিচালক অনুভব সিনহা সেটাই জানালেন। ‘মুল্ক’ ছবির শুটিং চলছিল। অভিনব ক্যামেরা সাজিয়েছিলেন অভিনব পদ্ধতিতে। একটি নয়, দু’টিই ন, এক সঙ্গে ছ’টি ক্যামেরা তাক করেছিল। আর তাতেই অসুবিধেয় পড়েছিলেন ঋষি কাপুর।

ক্যামেরার সামনে প্রথম আসা ইটিভি-র ‘দুই পৃথিবী’ ধারাবাহিকে

নিজের ফিল্মি কেরিয়ারে এক সঙ্গে একটি বা দু’টি ক্যামেরার সামনেই নিজের অভিনয় প্রতিভাকে তুলে ধরতেন ঋষি। কিন্তু তা বলে এক সঙ্গে ছ’টি ক্যামেরা! ছ’টি অ্যাঙ্গেল মাথায় রেখে কি কাজ করা চাট্টিখানি ব্যাপার!

তবে ঋষি কাপুর তো জাত অভিনেতা, কাপুর বংশের রক্ত প্রবাহিত তাঁর ধমনীতে। তাই অভিনয়ের ব্যাপারে নতুন চ্যালেঞ্জ সামনে এলে। পিঠ দেখানোর বান্দা তো তিনি নন। এ ক্ষেত্রে ঋষি কাপুর একদিন মাত্র সময় নিলেন পুরো প্রযুক্তিটি বুঝে নিতে।

ব্যাস, তার পরই কেল্লা ফতে! অভিজ্ঞ শিল্পি খুব সহজেই একাত্ম হয়ে গেলেন নতুন এই প্রযুক্তির সঙ্গে। প্রবেশ করলেন নিজের চরিত্রে। ছ’টি ক্যামেরার পিছনে থাকা টেকনিশিয়ানরা তো অবাক। মাঠে নেমে তখন অভিনয়ের মাধ্যমে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে  ঋষি কাপুর অথাৎ ‘চিন্টু জি’। আর তা দেখে পরিচালক অনুভব তো দারুণ খুশি।

৩ অগস্ট মুক্তি পাচ্ছে ‘মুল্ক’ ছবিটি। ঋষি কাপুরের সঙ্গে এই ছবিতে কাজ করছেন প্রতীক বব্বর, রজত কাপুর, তাপসী পান্নু, ইন্দ্রনীলল সেনগুপ্তসহ আরও অনেকে।

এক মুসলিম পরিবারের সম্মানরক্ষার কাহিনী। যেখানে কোর্টরুম ড্রামায় একেবারেই অন্যরকমভাবে দেখা যাবে ঋষি কাপুর ও তাপসী পান্নুকে।

এ বার ‘মুল্ক’এর ট্রেলার দেখে আপনিই সিদ্ধান্ত নিন ছবিটি দেখবেন কি না।