জাস্ট দুনিয়া ডেস্ক: Raj Subhashree Srijata ফের কোভিডে আক্রান্ত। মঙ্গলবার রাতে টুইট করে নিজের কোভিড আক্রান্তকের কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। দু’জনেই বাড়িতে কোয়রান্টিনে রয়েছেন। অনুগামীদের কোভিডবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ।
এর আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন টলিউডের এই তারকা দম্পতি। তবে এক সঙ্গে নয়। রাজ চক্রবর্তী প্রথম বার কোভিডে আক্রান্ত হন ২০২০ সালের অগস্টে। ২০২০-র ১৭ অগস্ট টুইট করে সেই খবর জানিয়েছিলেন তিনি।
রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী। ২০২১-এর ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সে সময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। তবে তাঁদের পুত্র ইউভান সুস্থই ছিল সে সময়।
Subhashree and I have been tested positive for COVID-19. We are practicing home quarantine. Please stay safe, wear a mask and follow the COVID precautionary guidelines.@subhashreesotwe
— Raj chakrabarty (@iamrajchoco) January 4, 2022
অন্য দিকে, দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হলেন কবি শ্রীজাতও। মঙ্গলবার বিকেলে ফেসবুকে কবি নিজেই জানিয়েছেন সে কথা। লিখেছেন, সামান্য উপসর্গ নিয়ে বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তিনি। কোভিডের দুটো প্রতিষেধকই নিয়েছিলেন তিনি।
ইতিমধ্যেই অতিমারিতে কাবু সৃজিত মুখোপাধ্যায়, পার্নো মিত্র, চিত্রাঙ্গদা, শতরূপা সান্যাল, সুশান্ত বসু, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্টরা। শ্রীজাত তাঁদের মধ্যে নবতম সংযোজন। বলিউডের মতোই আক্রান্তের সংখ্যা বাড়ছে টলিউডেও। সাধারণের পাশাপাশি অজান্তে সংক্রমণ ছড়াচ্ছে বিশিষ্টদের শরীরেও। ভাইরাসকে রুখতে তাই শ্রীজাত-র অনুরোধ, ‘যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে। সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন।’
২৪ ডিসেম্বর বড়দিনের ঘরোয়া উদযাপনের পরেই করোনায় আক্রান্ত হন অভিনেত্রী চিত্রাঙ্গদা এবং তাঁর পরিচালক মা শতরূপা সান্যাল। মঙ্গলবার শতরূপা জানিয়েছেন, ‘হিসেব মতো আজ আমার কোভিড আক্রান্ত হওয়ার অষ্টম দিন। আজ সকালে মনে হল, বেশ ভাল আছি। শুধু গলায় তীব্র ব্যথা। ফেসবুকে, হোয়াটস্যাপে বহু মানুষ আমার আরোগ্য কামনা করেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন আমার ও চিত্রাঙ্গদার অসুস্থতা নিয়ে। এত ভালবাসা পেয়ে আমরা অভিভূত।’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)