জেমস বন্ড শন কনারি প্রয়াত, ঘুমের মধ্যেই চলে গেলেন স্কটিশ অভিনেতা

জেমস বন্ড শন কনারি

জাস্ট দুনিয়া ডেস্ক: জেমস বন্ড শন কনারি প্রয়াত। শুক্রবার রাতে ঘুমের মধ্যেই চলে গেলেন প্রথম বন্ড। বাহামাসের রাজধানী নাসাউয়ে তিনি ইদানীং থাকতেন। গত তিন বছর এই ক্যারিবীয় দ্বীপের বাড়িতেই থাকতেন স্কটিশ এই অভিনেতা।

গত অগস্ট মাসে জেমস বন্ড শন কনারি-র ৯০ বছরের জন্মদিন পালন করা হয়। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন জেমস বন্ড শন কনারি-র মৃত্যুর খবর জানিয়ে টুইট করেন।


বিনোদন জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক

এডিনবরার ফাউন্টেনব্রিজে জেমস বন্ড শন কনারি-র জন্ম ১৯৩০-এর ২৫ অগস্ট। মা এফি ছিলেন সাফাইকর্মী, আর বাবা জো লরিচালক। তাঁর যখন ২৩ বছর বয়স, এক বন্ধুর পাল্লায় পড়ে ‘মিস্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন লন্ডনে। ছোটখাটো খেতাব জুটে যায়। ৬ ফুট দু’ইঞ্চির টমাসকে মনে ধরেছিল এক মিউজিক্যাল নির্মাতার। ‘সাউথ প্যাসিফিক’ নামের সেই মিউজিক্যালে কোরাসে গলা মেলানোর সুযোগ দেওয়া হয় কনারিকে।

৩১ মার্চ, ১৯৫৭— ‘রিকুয়েম ফর আ হেভিওয়েট’ নামে বিবিসি-র এক সিরিজে প্রৌঢ় বক্সারের ভূমিকায় টিভি পর্দায় মুখ দেখানোর ২৪ ঘণ্টার মধ্যে সিনেমার একাধিক অফার। ১৯৬১-র ‘আনা কারেনিনা’য় ভ্রনস্কি-রূপী কনরিকে দেখে হলিউডের এক প্রযোজকের মনে হয়, ইয়ান ফ্লেমিংয়ের ০০৭কে রুপোলি পর্দায় তুলে ধরতে পারবেন ইনিই। ১৯৬২তে মুক্তি পায় প্রথম বন্ড-ছবি ‘ডক্টর নো’। ১৯৭৫-এর ‘দ্য ম্যান হু উড বি কিং’ থেকে শুরু করে ২০০৩-এর ‘দ্য লিগ অব এক্সট্রাঅর্ডিনারি জেন্টলমেন’, বন্ডের বাইরে তাঁর অভিনয়ের পরিধি বহু দূর বিস্তৃত। চৌকস ব্রিটিশ এজেন্টের মতোই মনোগ্রাহী ‘এনট্র্যাপমেন্ট’-এর ‘রবার্ট ম্যাকডুগাল’, ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’-এর ‘ডক্টর হেনরি জোনস’ বা ‘রবিন অ্যান্ড মারিয়ান’-এর ‘রবিন হুড’।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)