ক্যালিফোর্নিয়ার রাস্তায় বিল বোর্ডে সুশান্ত, টুইট করলেন সুশান্তের দিদি

ক্যালিফোর্নিয়ার রাস্তায় বিল বোর্ডে সুশান্ত

জাস্ট দুনিয়া ডেস্ক: ক্যালিফোর্নিয়ার রাস্তায় বিল বোর্ডে সুশান্ত, ভেসে উঠল সুশান্ত সিং রাজপুতের মুখ। পাশে লেখা ‘‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত, ১৯৮৬-২০২০’’। শুধু গোটা দেশ নয় সুশান্তের জন্য ন্যায় চাইছে গোটা বিশ্ব। এটা তারই প্রমান। ক্যালিফোর্নিয়ায় থাকেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনিই শনিবার এই ছবি পোস্ট করলেন তাঁর টুইটার হ্যান্ডলে। এই ছবি পোস্ট করে কীর্তি লেখেন, ‘‘ক্যালিফোর্নিয়ার বিল বোর্ডে ভাই…মল র্পাকওয়ে থেকে বেরনোর পথে তৈরি হয়েছে এই বিলবোর্ড। এটা গোটা বিশ্বের লড়াই।’’

তার আগেই সুশান্তের মায়ের ছবি হাতে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে পোস্ট করে লিখেছিলেন, ‘‘বিশ্বাস করি তোমরা একসঙ্গে আছো।’’ সেই টুইট রি-টুইট করেন শ্বেতা।

তার আগেই শ্বেতা হাতে একটি কাগজ নিয়ে নিজের ছবি পোস্ট করেছিলেন। সেই কাগজে লেখা ছিল, ‘‘আমরা জিতব!!! লভ ইউ ভাই… ভগবান আমাদের সঙ্গে আছে।’’ এই ছবি পোস্ট করে শ্বেতা লিখেছিলেন, ‘‘আমরা ন্যায় পাব… আমরা সত্যি খুঁজে বের করব।’’

একদিন আগে, যেদিন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ইডির অফিসে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল, সেদিন শ্বেতা লিখেছিলেন, ‘‘কেউ বলেছিল, সাবধান তুমি কার ক্ষতি করছো কারণ তুমি জান না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তাঁকে কে রক্ষা করছে।’’ এর সঙ্গে তিনি আধা সুশান্ত ও আধা শিবের মুখ দেওয়া ছবি পোস্ট করেন।

এক অগস্ট শ্বেতা পোস্টে লিখেছিলেন, ‘‘আমি সুশান্ত সিং রাজপুতের বোন এবং আমি অনুরোধ করছি পুরো কেসকে দ্রুত খুটিয়ে দেখা হোক। আমাদের ভারতের বিচার ব্যবস্থার উপর পুরো আস্থা রয়েছে এবং টে কোনও মূল্যে ন্যায়ের প্রত্যাশা করছি।’’

শুক্রবারই ইডির জেরার মুখে না পড়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে আর্জি জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। তাঁকে ইডি অফিসে পৌঁছতে হয় এবং জেরার সামনেও পড়তে হয়। সাড়ে আট ঘণ্টার জেরায় রিয়ার দুটো ফ্ল্যাট, টাকা, কম্পানী সব নিয়ে প্রশ্ন ওঠে।

জানা গিয়েছে রিয়ার জবাবে সন্তুষ্ট নন ইডির অফিসাররা। তাঁকে আবার ডাকা হতে পারে। শনিবার ডাকা হয় রিয়ার ভাই সৌভিককে। কারণ রিয়ার পুরো পরিবারের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন সুশান্তের বাবা।

(বিনোদন জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)