ইঞ্জিন ছাড়াই ছুটল যাত্রী বোঝাই ট্রেন

ইঞ্জিন ছাড়াই ছুটল ট্রেন

জাস্ট দুনিয়া ডেস্ক: ওডিশার সম্বলপুরে অমদাবাদ-পুরী এক্সপ্রেস শনিবার রাতে ইঞ্জিন, গার্ড, চালক, সিগন্যাল ছাড়াই পেরিয়ে যায় প্রায় ১০ কিলোমিটার রাস্তা। পরে লাইনে পাথর ফেলে রেলকর্মীরা ২২ কামরার ওই ট্রেনটিকে থামান। এই ঘটনায় যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে রেল সূত্রে খবর।

স্কুল বাস পিছলে খাদে পড়ে মৃত ২৭ শিশু পড়ুয়া

কিন্তু, যে কোনও সময়ে ওই রাতে যা খুশি হতে পারত। এই ঘটনায় ২ জন ইঞ্জিনচালক-সহ মোট ৭ জনকে সাসপেন্ড করেছে রেল। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ওই ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কোচের সঙ্গে জোড়ার সময়ে ইঞ্জিনের আলতো ধাক্কায় কোচগুলি পিছনের দিকে গড়াতে শুরু করে। তিতলাগড়ে ওই অংশের লাইন বেশ খানিকটা ঢালু থাকায় ট্রেনের চাকা লাইনের উপর দিয়ে গড়িয়ে চলতে শুরু করে।

রেল সূত্রে খবর, শনিবার রাত দশটা নাগাদ ওডিশার বোলাঙ্গির জেলার তিতলাগড় স্টেশনে অমদাবাদ-পুরী এক্সপ্রেসের ইঞ্জিনের মুখ বদল করা হচ্ছিল। ইঞ্জিন বদলের সময়ে রেল কর্মীরা কামরার বিশেষ ব্রেক ব্যবহার করেননি বলে অভিযোগ। কোচের সঙ্গে জোড়ার সময়ে ইঞ্জিনের আলতো ধাক্কায় কোচগুলি পিছনের দিকে গড়াতে শুরু করে। তিতলাগড়ে ওই অংশের লাইন বেশ খানিকটা ঢালু থাকায় ট্রেনের চাকা লাইনের উপর দিয়ে গড়িয়ে চলতে শুরু করে।

ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা রেলের উদাসীনতাকেই দায়ী করেন। উঠে আসে যাত্রী নিরাপত্তা প্রসঙ্গটিও। ওই ট্রেনে থাকা এক যাত্রী জানান, একটা সময়ে মনে হচ্ছিল উত্তেজনায় বোধহয় মারাই যাবেন তিনি। যে কোনও মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারত। 

সেই সময়ে ট্রেনে এক হাজারেরও বেশি যাত্রী ছিলেন। প্রথমে তাঁরা কিছু বুঝতেই পারেননি। ঢালু লাইন বেয়ে সিগন্যাল ছাড়াই ট্রেন পিছন দিকে গড়াতে গড়াতে কালাহান্ডি জেলার কেসিংগায় পৌঁছে যায়। খবর পেয়ে রেলের কিছু কর্মী লাইনে পাথর ফেলেন। তাতে কোনও রকমে ট্রেনটিকে দাঁড় করানো যায়। তিতলাগড় থেকে ফের ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটিকে পুরীর দিকে রওনা করা হয়।

ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা রেলের উদাসীনতাকেই দায়ী করেন। উঠে আসে যাত্রী নিরাপত্তা প্রসঙ্গটিও। ওই ট্রেনে থাকা এক যাত্রী জানান, একটা সময়ে মনে হচ্ছিল উত্তেজনায় বোধহয় মারাই যাবেন তিনি। যে কোনও মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারত।