কোরানের সঙ্গেই থাকুক কম্পিউটার: মোদী

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। সেই লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। যে মানসিকতা যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করে, লড়াই চালাতে হবে তার বিরুদ্ধেও। বৃহস্পতিবার এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন দিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ: প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‘সমস্ত ধর্মেই মনুষ্যত্বকে গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশও বহুত্ববাদের কথা বলে।’’ এর পরেই তিনি জানান, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করলে কোনও ধর্মীয় মতবাদকে আঘাত করা হয় না।

মোদী এ দিন মুসলমান যুব সম্প্রদায়ের উদ্দেশে বার্তা দেন, তিনি চান, ‘‘যুবকদের এক হাতে কোরান থাক, অন্য হাতে উঠুক কম্পিউটার।’’ তার মতে, সকলকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠাটা জরুরি।

ভারত সফরে আসা জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা এ দিনের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। মোদীকে সমর্থন করে তিনি বলেন, ‘‘ধর্মের নামে হিংসা আসলে ধর্মের উপরেই আঘাত।’’