জন্মদিনেই দেশের স্বার্থে শহিদ হলেন বাঙালি জওয়ান

৩ জানুয়ারি আর শুধু তাঁর জন্মদিন রইল না, একই সঙ্গে হয়ে গেল মৃত্যুদিনও। সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর সাম্বা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আরপি হাজরা নামের এক বাঙালি জওয়ান।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাড়ি। বয়স ৫১ বছর। দেশের সেবা করবেন বলে যোগ দিয়েছিলেন বিএসএফ-এ। সেই দেশের সেবা করতে গিয়েই মৃত্যু বরণ করতে হল তাঁকে। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বুধবার বিকেল সওয়া চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়।
পরিসংখ্যান বলছে ২০১৭-য় পাকিস্তান ৮২০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আগের বছর সেটা ছিল ২২১। যদিও প্রতি বারই ভারত সমানে সমানে জবাব দিয়েছে। এ দিন সাম্বা ও হিরানগরে টানা গুলির লড়াই চলে। ভারতীয় সেনাপ্রধান জেনারেন বিপিন রাওয়াত পাকিস্তানের ভূমিকার জবাবে ভারতের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে বলেন, ‘‘ওরা এটা করছে। আমরাও জবাব দিচ্ছি। কিন্তু আক্রমণাত্মক পরিকল্পনা তো রাখতেই হবে।’’