বালি মাফিয়া নিয়ে খবর করে মধ্যপ্রদেশে খুন সাংবাদিক

বালি মাফিয়াসেই দুর্ঘটনার সিসি টিভি ফুটেজ এএনআই-এর টুইট করা ভিডিও থেকে।

জাস্ট দুনিয়া ডেস্ক: বালি মাফিয়া এবং পুলিশের সম্পর্ক নিয়ে খবর করে মৃত্যু ডেকে আনলেন মধ্যপ্রদেশের এক সাংবাদিক। কাজ করতেন একটি জাতীয় চ্যানেলের হয়ে। আর সেই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের ভিন্দের ঘটনা। ৩৫ বছর বয়সী সাংবাদিক সন্দীপ শর্মার ঘটনাস্থলেই মৃত্য হয়। যদিও তিনি আগেই তাঁর জীবন নিয়ে সংশয়ের কথা স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন। অভিযোগও দায়ের করেছিলেন।

সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
শিবরাজ সিংহ চৌহান (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী) 

সোমবার সকালে নিজের বাইক নিয়েই রাস্তায় বেরিয়েছিলেন সন্দীপ। হঠাৎই পিছন থেকে আসা একটি লরির তলায় চলে যান তিনি। ডান দিক থেকে বাঁ দিকে চলে এসে সন্দীপের উপর দিয়ে চলে যায় সেই লরি। থানা থেকে কয়েকশো মিটার দূরেই ঘটে এই ঘটনা। সন্দীপ শর্মা কাজ করছিলেন স্থানীয় বালি মাফিয়াদের সঙ্গে পুলিশের সম্পর্ক নিয়ে। এর পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, ‘‘সাংবাদিকদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’

দুর্ঘটনার যমুনা এক্সপ্রেসওয়ে

গত সপ্তাহের শেষেই বিহারে দুই সাংবাদিককে খুন হতে হয়েছিল। নবীন নিশ্চল, যিনি কাজ করতেন দৈনিক ভাস্করের হয়ে। তাঁকে আর তাঁর সতীর্থ বিজয় সিংহকে একটি এসইউভি ধাক্কা দিয়ে চলে যায়। সেই গাড়িটি চালাচ্ছিলেন এক কাউন্সিলরের ছেলে। ওই দুই সাংবাদিকের সঙ্গে কাউন্সিলর ও তাঁর পরিবারের বচসা হয়েছিল। তার পরই ঘটে এই ঘটনা। স্থানীয় লোকজন এসইউভিটিকে অবশ্য জ্বালিয়ে দেয়।

এর আগে ত্রিপুরাতে দুই সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে। শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক নামে দুই সাংবাদিককে খুন করা হয় গত বছরের সেপ্টেম্বর এবং নভেম্বরে। ওই বছরেরই সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে দুষ্কৃতীদের হাতে নিজের বাড়ির সামনেই খুন হন গৌরী লঙ্কেশ। ২০১৬ সালেও তিন সাংবাদিককে গুজরাত, বিহার এবং উত্তর প্রদেশে খুন করা হয়। কোনও খুনেরই এখনও পর্যন্ত কিনারা হয়নি।