রাষ্ট্রপতিকে চিঠি লিখে ইচ্ছা-মৃত্যুর আবেদন করলেন দম্পতি

এক জনের বয়স ৮৬, অন্য জন ৭৯। নারায়ণ এবং ইরাবতী— লাভাতে দম্পতি। থাকেন মুম্বইয়ে। দু’জনেই অবসর নিয়েছেন। এত দিন পরে এসে যেন নিঃসন্তান হওয়ার যন্ত্রণাটা কুরে কুরে খাচ্ছে এই দম্পতিকে। তাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন এই দম্পতি।
নারায়ণ কাজ করতেন মহারাষ্ট্র পরিবহণ দফতরে। অবসর নিয়েছেন ১৯৮৯-এ। ইরাবতী ছিলেন একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। এই বয়সেও যথেষ্ট সুস্থ। টাকার অভাবও নেই। তবুও এত বছর পরে এসে কেন তাঁদের নিঃসন্তান হওয়ার যন্ত্রণা তাড়া করছে? সেটাই প্রশ্ন। দু’জনেই অবসরের পর মানসিক অবসাদে ভুগছেন।
ভারতে স্বেচ্ছামৃত্যু বৈধ নয়। তা নিয়ে কম মামলাও হয়নি। এমনিতে আত্মহত্যার ঘটনা এ দেশে প্রায় প্রতি দিনের ঘটনা। কিন্তু এ ভাবে স্বেচ্ছা মৃত্যু আদৌ মেনে নেওয়া হবে কি? এমন চিঠি সত্যিই নাড়িয়ে দিয়েছে সাধারণের চিন্তা-ভাবনাকে। সেই দম্পতি তাঁদের চিঠিতে লিখেছেন, ‘‘আমরা কোনও সন্তান নিইনি। আমাদের এই সমাজকে কিছু দেওয়ার নেই আর। কিন্তু আর বাঁচার ইচ্ছেও নেই।’’