শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়ে সমস্যায় পড়া মৎসজীবীরা ফিরলেন

শ্রীলঙ্কা নৌসেনার তাড়া খেতে হল তামিলনাড়ুর সাড়ে তিন হাজার মৎসজীবীকে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ট্রলার ও মাছ ধরার জাল। সেখানে ছিল মাঠ ধরার প্রায় ৫০টি ডিঙি নৌকো। অভিযোগ শ্রীলঙ্কার সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিলেন সেই মৎসজীবীরা। কাটচাথেভু আইল্যান্ড অঞ্চলে মাছ ধরছিলেন তাঁরা।

মান্দাপামের মৎসজীবীরা প্রায় ৬৮০টি নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। সেই সময় শ্রীলঙ্কা নেভির এক কর্তা এসে তাঁদের সেই জায়গা ছেড়ে যেতে বলেন, রামেশ্বরম ফিশারম্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি সেসুরাজা এই তথ্য জানিয়েছেন। শুধু মুখে বলেছেন এমনটা নয় বলেও জানা গিয়েছে। মৎসজীবীদের উদ্দেশ্য করে পাথরও ছোড়া হয়। ৫০টি নৌকোর মাছ ধরার জালও কেটে দেওয়া হয়। মঙ্গলবার সকালে সকলেই ফিরে এসেছেন।

কিছু দিন আগেই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী ও পনীরসেলভাম এই অঞ্চলের মৎসজীবীদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের কথাও দিয়েছিলেন রাজ্য সরকার তাদের সব সমস্যার সমাধান করবে। সঙ্গে শ্রীলঙ্কা নেভির হাতে আটক মৎসজীবীদের কি ব্যবস্থা করা যায় তাও দেখা হবে কেন্দ্রের সঙ্গে কথা বলে।