৮ জঙ্গি নিহত জম্মু-কাশ্মীরে, আহত চার সেনা জওয়ান

শ্রীনগরে গুলির লড়াই

জাস্ট দুনিয়া ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের শোপিয়ান এবং অনন্তনাগে আলাদা আলাদা অভিযানে আট জন জঙ্গি মারা গিয়েছে। তাদের মধ্যে সাত জন মারা গিয়েছে শোপিয়ানের দ্রাগ্গাড়ে। আগে থেকে সেনাবাহিনী খবর পেয়েছিল, ওই গ্রামে জঙ্গিরা লুকিয়ে আছে। তার পর সেখানে অভিযান চালানো হয়। সেই অভিযানেই প্রাণ যায় সাত জঙ্গির।

সিবিএসই প্রশ্ন ফাঁসে নয়া মোড়, নতুন করে হবে পরীক্ষা

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, অনন্তনাগের দয়ালগাঁওয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অনেক দিন ধরেই পুলিশ এবং তার পরিবারের লোকজন ওই জঙ্গিকে আত্মসমর্পণের জন্য চেষ্টা চালিয়েছে। কিন্তু বহু বার ব্যর্থ হয়ে রবিবার অভিযান চালানো হয়। সেখানেই মারা যায় ওই জঙ্গি। ওই একই জায়গা থেকে এক জঙ্গিকে জীবন্ত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া দ্রাগ্গাড়ে সাত জন জঙ্গির দেহ উদ্ধার হয়ছে। জম্মু পুলিশের এক শীর্ষ কর্তা এসপি ভেইদ টুইট করে এই খবর জানিযেছেন।

শোপিয়ান এবং অনন্তনাগের এই অভিযানে গুলির লড়াইয়ে চার জন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর। এ দিন সকালে অভিযান চলাকালীন শোপিয়ানে স্থানীয় দোকানিরা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাঁরাও গুলির লড়াইয়ের ভিতর পড়ে যায়।তাঁদের অনেকের শরীরেই প্যালেট ঢুকে যায়। শোপিয়ান হাসপাতালে প্রায় পঞ্চাশ জন আহতকে ভর্তি করা হয়েছে। শোপিয়ানে এ দিন দুপুর পর্যন্ত অভিয়ান চলছে।

নগর ও বানিহালের মধ্যে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।