সিবিএসই-র ফল প্রকাশ, শীর্ষ তালিকায় মেয়েরাই

সিবিএসই-র ফল প্রকাশসিবিএসই-র ফল প্রকাশ

জাস্ট দুনিয়া ডেস্ক: সিবিএসই-র ফল প্রকাশ হতেই দেখা গেল নারীশক্তির উত্থান। শনিবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাসখানেকের অপেক্ষা শেষে দেখা গেল তালিকার শীর্ষে সব মেয়েরাই।

এ দিন বেলা ১২টা নাগাদ সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, সব কিছুতেই মেয়েদের জয়জয়কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে মেয়েরা। গত বারের থেকে পাশের হারে এগিয়ে মেয়েরাই। আবার ছেলেদের থেকে পাশের হারেও মেয়েরা এগিয়ে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের নয়ডার মেঘনা শ্রীবাস্তব। মোট ৫০০ নম্বরের পরীক্ষা হয়েছিল। সেখানে মেঘনা মাত্র এক নম্বর কম পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। ফল প্রকাশ হওয়ার পর রীতিমতো অবাক হয়েছে নয়ডার এই কন্যা। জানিয়েছে, ‘‘আমি খুশি। এমন ফল হবে কখনও ভাবিনি। তবে, দ্বাদশ শ্রেণিতে ভাল ফল করাটা কিন্তু ধারাবাহিকতার উপর নির্ভর করে। এর মধ্যে কোনও গোপন বিষয় নেই। কঠোর পিরশ্রমের কোনও বিকল্প হতে পারে না। এবং পড়াশোনার ধারাবাহিকতা। সারা বছর ধরেই পড়াশোনা করেছি। ওটাই সাফল্যের একমাত্র চাবিকাঠি।’’

আমিরের আমিরি-গরিবি

মেঘনার থেকে মাত্র এক নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অনুষ্কা চন্দ্র। ৫০০-র ভিতরে সে পেয়েছে ৪৯৮।  আর তৃতীয় হয়েছে রাজস্থানের কন্যা চাহত বোধরাজ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭।

কী বলল তালিকার শীর্ষে থাকা মেঘনা?

সিবিএসই সূত্রে জানানো হয়েছে, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১২ লাখ। তার মধ্যে ৮৩.০১ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে ছাত্রীদের মধ্যে। ছাত্রীদের পাশের হার ৮৮.৩১ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৭৮.০৯ শতাংশ। পাশের হার সবচেয়ে বেশি তিরুঅনন্তপুরম জেলায়। সেখানে পাশের হার ৯৭.৩২ শতাংশ। তার পরেই রয়েছে চেন্নাই। পাশের হার সেখানে ৯৩.৮৭ শতাংশ। চেন্নাইয়ের পরে রয়েছে দিল্লি। দিল্লির পাশের হার ৮৯ শতাংশ।

১৩ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অর্থনীতির প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলায় ১৩ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল শেষ হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ২৫ এপ্রিল ফের অর্থনীতির পরীক্ষা নেওয়া হয়। খুব শীঘ্রই সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হবে। তবে, ঠিক কবে তা এখনও ঘোষণা করেনি বোর্ড।