জাস্ট দুনিয়া ডেস্ক: ৭৫তম স্বাধীনতা দিবস রাজধানীতে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, এটাই সময় নিজেদের ১০০ শতাংশ লক্ষ্যে পৌঁছনো। আর সেই লক্ষ্যে এখন থেকেই নেমে পড়তে হবে। তিনি বলেন, ‘‘কোনও রকম ভেদাভেদ বা দুর্নীতি ছাড়া ১০০ শতাংশ মানুষের কাছে পৌঁছে যাওয়া ভারত সরকারের লক্ষ্য। আর সেটাই নিশ্চিত করতে হবে।’’ ভারতের যে ক্ষমতা রয়েছে তার পূর্ণ ব্যবহারকে গুরুত্ব দিতে চাঐন তিনি এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান ২১ শতকে। তিনি বলেন, ‘‘তার জন্য আমাদের তাঁদের হাত ধরতে হবে যাঁরা পিছিয়ে রয়েছেন।’’
লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী গত ৭ বছরের হিসেবও দিলেন। তিনি জানান, আগের তুলনায় অনেকটাই এগিয়েছে দেশ। তবে এটা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘‘১০০ শতাংশ গ্রামে রাস্তা, মানুষের কাছে স্বাস্থ্যবিমা, উজ্জ্বলা যোজনা সংযোগ, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সবাই সব রকম সুযোগ সুবিধে যাতে পায় সেটা নিশ্চিত করতে হবে।’’ তিনি লক্ষ্যটা দূরের নয় কাছের রাখার কথা জানিয়েছেন এদিন। সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি, তাহলে সহজ হবে দ্রুত পৌঁছে যাওয়া।
এদিন লালকেল্লায় উপস্থিত ছিলেন অলিম্পিক থেকে ফেরা দেশের কৃতি ক্রীড়াবিদরা। তাঁদের সম্মান জানানো হয়। অলিম্পিকের আসরেও বার বার প্রতিযোগীদের কাছে মোদীর ফোন গিয়েছে। কাউকে শুভেচ্ছা জানাতে তো কাউকে সান্তনা দিতে। উদ্বুদ্ধ করেছেন তিনি। ক্রীড়াক্ষেত্রেও দেশকে একটা উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। তিনি বলেন, ‘‘সবার সঙ্গ, সবার উন্নতি, সবার বিশ্বাস এবং সবার প্রচেষ্টা খুব গুরুত্বপূর্ণ আমাদের সব লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য।’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)