জাস্ট দুনিয়া ডেস্ক: এতদিন একমাত্র দিল্লির উপরই রাজত্ব করেছেন অরবিন্দ কেজরিওয়ালের Aam Aadmi Party । সাফল্য এসেছে পর পর। এবার সেই সাফল্যের গণ্ডি পেরিয়ে গেল ‘আপ’। এবার দিল্লির বাইরে পা রাখল তারা। শুধু পা রাখল না বরং নতুন রাজ্যের শাসনভাড় তুলে নিল কেজরিওয়ালের পার্টি। এবার পঞ্জাবের দখল নিল আম আদমি পার্টি। নবাগত মুখ্যমন্ত্রীর নাম আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। এদিন জয়ের পর উচ্ছ্বাস পার্টির অন্দরে। শুনে নিন মুখ্যমন্ত্রীর ভূমিকায় আপের প্রতিনিধি সর্দার ভাগবৎ মান। ঐতিহাসিক এই জয়ের পর শুনে নিন কী বললেন তিনি—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)