ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভিনরাজ্যে তৃণমূলের প্রথম চ্যালেঞ্জ

ত্রিপুরায় অভিষেক

জাস্ট দুনিয়া ডেস্ক: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এলেন বর্তমান সরকারকে। এই প্রথম সে রাজ্যে গেলেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। বেশ কয়েকদিন ধরেই সে রাজ্যের যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ত্রিপুরার মাটিতে পা রাখলেন তিনি। আর সেখানে পৌঁছে জানিয়ে দিলেন, তাঁকে যতবার আটকানো হবে, ততবার জেদ বাড়বে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দারুণ সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল রাজ্যে বাইরে বেরিয়ে দলকে শক্তিশালী করা। যেমন ২০২৪ লোকসভা নির্বাচন একটা বড় অস্ত্র তেমনই রাজ্যগুলোতে পৌঁছে যাওয়াটাও একটা বড় লক্ষ্য। আর সেই লক্ষ্যে প্রথম মঞ্চ তৈরি হল ত্রিপুরাতেই। ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় লড়বে তৃণমূল।

এদিন ত্রিপুরায় পৌঁছনোর পর বার বার বাধার মুখে পড়েছেন অভিষেক। তাঁর গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এবং তাঁর তিনজন নিরাপত্তারক্ষী এই সবের মধ্যে পড়ে আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘‘আমাকে বার বার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ওরা পারেনি। আমরা লোহার মতো শক্ত। যত তাতাবে তত শক্ত হব, জেদ বাড়বে।’’

ত্রিপুরার মাটিতে দাঁড়িয়েও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘আজকের তারিখ লিখে রাখুন। ত্রিপুরা আমাদের পাখির চোখ। আগামী দেড় বছরে এখানে গনতন্ত্র ও উন্নয়নের সরকার গড়ব।’’ এর পাশাপাশি স্থানীয়দের সাহায্য যে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটাও বলতে ভোলেননি। এবং সেখানে তৃণমূল এলে, বাংলার মতো সব প্রকল্পের সুবিধা পাবে জনগন। তিনি আবার কয়েক দিনের মধ্যে ত্রিপুরায় ফিরবেন বলেও জানিয়ে এসেছেন। তিনি বলেন, ‘‘আমি ৮-১০ দিনের মধ্যে আবার ফিরব। মাসে তিন বার আসব, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক।’’

এদিন অভিষেক নিজে টুইট করেন কী ভাবে তাঁর গাড়িকে আটকানো হয়েছে সেখানে। তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে বিজেপি পতাকা হাতে দাঁড়িয়ে প্রচুর মানুষ অভিষেকে গাড়ি লক্ষ্য করে কিছু স্লোগান দিচ্ছেন। সেই ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, ‘‘ত্রিপুরার গনতন্ত্র বিজেপি শাসনে। অসাধারণ বিজেপিবিপ্লব রাজ্যকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।’’ এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে যান অভিষেক। সেখানে পুজো দেন। সেই ছবিও পোস্ট করেন তিনি।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)