জাস্ট দুনিয়া ডেস্ক: অরুণ জেটলি প্রয়াত হলেন ৬৬ বছর বয়সে। ৯ অগস্ট শারীরিক সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির এইমসে। এতদিন সেখানেই ভেন্টিলেশনে থাকার পর শনিবার দুপুর ১২.৩০ নাগাদ তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে এইমস কর্তৃপক্ষ। প্রাক্তন অর্থমন্ত্রী জেটলি এ বার অসুস্থতার জন্যই নিজেকে লোকসভা নির্বাচন থেকে সরিয়ে নিয়েছিলেন। ১৯৫২ সালে জন্ম হয়েছিল জেটলির।।
প্রায় তিন সপ্তাহ আগেই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুষমা স্বরাজ। তার অরুণ জেটলির প্রয়ানে বড় ধাক্কা খেল বিজেপি শিবির। দলের শীর্ষ স্থানীয় নেতাদের মৃত্যু পার্টির জন্য অভিভাবকহীন হয়ে পড়া। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে শোকবার্তা আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
৭ অগস্ট সুষমা স্বরাজের মৃত্যুর খবরে টুইট করেছিলেন অরুন জেটলি।
Saddened, pained & broken on demise of Sushmaji. She was one of the most outstanding politicians in the Present Era. She distinguished in all positions. She held Senior Positions with the Party, NDA Govt. & while in opposition. She leaves behind a void which is difficult to fill.
— Arun Jaitley (@arunjaitley) August 6, 2019
বাজপেয়ির সরকারে প্রথম মন্ত্রী হয়েছিলেন তিনি। সেটা ২০০০ সাল। কিন্তু রাজনীতিতে ঢুকে পড়া ছাত্র জীবনেই যখন তিনি দিল্লি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দেশে না থাকলেও ফোন করে জেটলির পরিবারের সঙ্গে কথা বলেন।
Extremely saddened by the passing of Shri Arun Jaitley after battling a long illness with fortitude and dignity. A brilliant lawyer, a seasoned parliamentarian, and a distinguished Minister, he contributed immensely to nation building.
— President of India (@rashtrapatibhvn) August 24, 2019
বেশ কয়েক বছর ধরে তিনি নানা রকম অসুস্থায় ভুগছিলেন। ২০১৪তে তাঁর বড় অস্ত্রোপচার হয় দেহের ওজন কমানোর জন্য। কারন ডায়াবেটিক্স ছিল তাঁর। তার পর কিডনি প্রতিস্থাপনের মতো বড় অস্ত্রোপচার হয়। কয়েক মাস আগেই ক্যান্সার ধরা পড়ে। যে কারণে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
अरुण जेटली जी के निधन से अत्यंत दुःखी हूँ, जेटली जी का जाना मेरे लिये एक व्यक्तिगत क्षति है।
उनके रूप में मैंने न सिर्फ संगठन का एक वरिष्ठ नेता खोया है बल्कि परिवार का एक ऐसा अभिन्न सदस्य भी खोया है जिनका साथ और मार्गदर्शन मुझे वर्षो तक प्राप्त होता रहा।
— Amit Shah (@AmitShah) August 24, 2019
অমিত শাহ ব্যাক্তিগত ক্ষতি বলে ব্যাখ্যা করেছেন অরুণ জেটলির মৃত্যুকে। রাজনাথ সিং জানিয়েছেন, লখনউয়ে তাঁর সব কাজ বাতিল করে তিনি দ্রুত দিল্লি ফিরছেন।
A stalwart who paid tribute to his simple beginnings by helping those with meagre means . Orator par excellence, legal luminary @arunjaitley ji served the Nation and sangathan with dedication and zeal. My tributes to him. Condolences to loved ones. Om Shanti.
— Smriti Z Irani (@smritiirani) August 24, 2019
Arun Jaitley ji served the nation in several capacities and he was an asset to the government and the party organisation.
He always had a deep and clear understanding of the issues of the day. His knowledge and articulation won him several friends.
— Rajnath Singh (@rajnathsingh) August 24, 2019
Extremely saddened at the passing away of Arun Jaitley Ji, after a battle bravely borne. An outstanding Parliamentarian & a brilliant lawyer, appreciated across parties. His contribution to Indian polity will be remembered. My condolences to his wife, children, friends & admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 24, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ টুইট করেছেন। যাতে স্পষ্ট তাঁর সঙ্গে ব্যাক্তিগত সম্পর্ক এবং বিজেপির জন্য অরুণ জেটলি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। বন্ধ বলে ব্যাখ্যা করেছেন তিনি।
With the demise of Arun Jaitley Ji, I have lost a valued friend, whom I have had the honour of knowing for decades. His insight on issues and nuanced understanding of matters had very few parallels. He lived well, leaving us all with innumerable happy memories. We will miss him!
— Narendra Modi (@narendramodi) August 24, 2019
Untimely demise of former FM and senior leader Sh Arun Jaitley ji is a huge loss to the nation. A legal luminary and an experienced political leader known for his governance skills will be missed by the country. Thoughts and prayers with his family in this moment of grief. RIP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 24, 2019
श्री @arunjaitley जी का जाना देश और समाज की ऐसी अपूरणीय क्षति है जिसकी रिक्तता का अहसास हम लंबे समय तक करते रहेंगे।
ईश्वर से प्रार्थना है कि पुण्यात्मा को वे अपने श्री चरणों में स्थान दें और परिजनों को इस अपार दुःख को सहन करने की शक्ति दें।
ॐ शांति
— Yogi Adityanath (@myogiadityanath) August 24, 2019
No words can describe the loss of Shri @arunjaitley. A mentor to many of us, a guide and a moral support and strength. Have learnt so much from him. A fine large-hearted person. Always ready to help anyone/everyone. His intelligence, sagacity, astuteness have no match.
— Nirmala Sitharaman (@nsitharaman) August 24, 2019
Deeply saddened to know the demise of Shri Arun Jaitley ji. Personal loss for me as he was friend and guide who was always available to help. He was stalwart BJP leader and will always be remembered for generations to come. Om Shanti. pic.twitter.com/B8Ntsq1fIt
— Mukul Roy (@MukulR_Official) August 24, 2019