অসমে পুলিশ-জনতা যুদ্ধ, মৃত ২ সাধারণ নাগরিক, আহত ৯ পুলিশ

অসমে পুলিশ-জনতা যুদ্ধ

জাস্ট দুনিয়া ডেস্ক: অসমে পুলিশ-জনতা যুদ্ধ, সেই ঘটনায় মারা গিয়েছেন ২ সাধারণ নাগরিক। আহত হয়েছেন ৯ পুলিশকর্মী। বেইআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়েই গন্ডগোলের সূত্রপাত। লাঠি দিয়ে বিক্ষোভকারীদের বেধড়ক মারতে দেখা যায় পুলিশকে। এমনকি গুলি চালায় বলেও অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অসমের দরং জেলায়। লাঠি নিয়ে পুলিশকে তেড়ে যায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে পুলিশের সশস্ত্র বাহিনী তাদের উপর নৃশংস ভাবে প্রত্যাঘাত করে। অসমে পুলিশ-জনতা যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার এক জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কমিশন সরকারে রিপোর্ট পাঠাবে।

ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, এক ব্যক্তি লাঠি নিয়ে সশস্ত্র পুলিশের দিকে ছুটে আসছেন। পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। এর পরই ওই ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। তখন এক ক্যামেরাম্যান তাঁর উপর চড়াও হন। ভিডিও-তে দেখা যাচ্ছে, পুলিশ না সরিয়ে দেওয়া পর্যন্ত ওই ক্যামেরাম্যান পড়ে থাকা ব্যক্তিকে নানা ভাবে মেরেই যাচ্ছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ক্যামেরাম্যান সরকারি। তাঁকে পুলিশ খুঁজছে বলে জানা গিয়েছে।

দরংয়ের ঢোলপুরে সরকারের প্রায় সাড়ে চার হাজার বিঘা সরকারি জমি রয়েছে। কিন্তু সেই জমি দখল করে বসবাস করে প্রায় ৮০০ পরিবার। সরকার ওই জমি দখলমুক্ত করতে চায় একটি কৃষি সংক্রান্ত প্রজেক্টের জন্য। এ দিন সেই জমিই দখলমুক্ত করতে গিয়েছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা যেতেই স্থানীয় বাসিন্দারা তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পুলিশ নিজেদের বাঁচাতেই প্রতিআক্রমণ চালিয়েছে। দরংয়ের পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘৯ জন পুলিশকর্মী আহত। ২ জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’’ ঘটনার সময় পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে ছিলেন। তিনি আরও বলেন, ‘‘পরিস্থিতির কারণে দখলমুক্ত করার কাজ এ দিন শেষ করা যায়নি। আমরা আপাতত ফিরে এসেছি। পরে আবার যাওয়া হবে।’’

কিন্তু স্থানীয় ভাবে প্রকাশ্যে চলে আসা ভিডিও প্রসঙ্গে পুলিশ সুপারকে সংবাদমাধ্যম প্রশ্ন করে। সেই ভিডিও-তে পুলিশের গুলাচালনা এবং সাধারণ নাগরিককে মারধরের ফুটেজ রয়েছে। সে প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘‘জায়গাটা অনেক বড়। আমি একটা দিকে ছিলাম। আমি খবর নিয়ে জানাব।’’
বিষয়টি নিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘অসমে সরকারি প্ররোচনায় গুলি চলেছে। আমি অসমেপ ভাইবোনেদের সঙ্গে আছি। ভারতমাতার কোনও সন্তানের এটা প্রাপ্য নয়।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)