প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সঙ্কটজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীপ্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে।

গত ৯ সপ্তাহ ধরে এইমস-এ ভর্তি অটলবিহারী বাজপেয়ী। তবে শেষ ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার ব্যাপক অবনতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

অটলবিহারী বাজপেয়ীর বয়স এখন ৯৩ বছর। দেশের দশম প্রধানমন্ত্রী অটলবিহারীকে গত ১১ জুন এইমস-এ ভর্তি করা হয়। এমনিতেই তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু, কিডনি, বুক এবং মূত্রে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে এইমস-এ ভর্তি করতে হয়। এ দিন সন্ধ্যায় এইমস-এ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ মোদী এইমস-এ যান। তিনি প্রায় ৫০ মিনিট সেখানে ছিলেন। এই নিয়ে তিনি চার বার প্রাক্তন প্রধানমন্ত্রী দেখতে গেলেন। এ দিন রেলমন্ত্রী পীযুষ গয়াল, বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও অটলবিহারী বাজপেয়ীকে দেখতে গিয়েছিলেন এইমস-এ। মোদী হাসপাতাল থেকে বেরিয়ে আসার কিছু ক্ষণের মধ্যেই অটলবিহারীর অবস্থা সঙ্কটজনক বলে ঘোষণা করা হয়।

লোকসভার সঙ্গেই ১১ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরিকল্পনা বিজেপি-র

১৯২৪ সালে জন্ম অটলবিহারীর। দীর্ঘ দিন ধরেই তিনি পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ার চিকিৎসাধীন। গুলেরিয়া এই মুহূর্তে এইমস-এর ডিরেক্টর। প্রায় তিন দশক ধরে অটলবিহারীর গৃহচিকিৎসক এই গুলেরিয়া। তিনি এ দিন জানান, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকেরা অটলবিহারীর চিকিৎসা করছেন।

সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ মোদী এইমস-এ যান। তিনি প্রায় ৫০ মিনিট সেখানে ছিলেন। এই নিয়ে তিনি চার বার প্রাক্তন প্রধানমন্ত্রী দেখতে গেলেন। এ দিন রেলমন্ত্রী পীযুষ গয়াল, বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও অটলবিহারী বাজপেয়ীকে দেখতে গিয়েছিলেন এইমস-এ।

অটলবিহারী বাজপেয়ী ১৯৯৬ থেকে ১৯৯৯-এর মধ্যে তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত তিনিই ছিলেন দেশের প্রদানমন্ত্রী। তিনি প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন। কয়েক বছর আগে তাঁর শরীর খারাপ শুরু হওয়ার পর থেকেই জনসাধারণের থেকে অনেক দূরে ছিলেন। সারা ক্ষণ ঘরেই থাকতেন।