ভারতরত্ন এ বার বাঙালি প্রণব মুখোপাধ্যায়, টুইট করলেন আনন্দিত নরেন্দ্র মোদী

ভারতরত্ন এ বার বাঙালি প্রণবপ্রণব মুখোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতরত্ন এ বার বাঙালি প্রণব মুখোপাধ্যায়। সঙ্গে মরনোত্তর ভারতরত্ন সম্মান জানানো হচ্ছে রাজনীতিক তথা সমাজকর্মী নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হজারিকাকে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর জানানো হয়েছে।

আগামীকাল শনিবার ২৬ জানুয়ারি, ৭০তম প্রজাতন্ত্র দিবস। সন্ধ্যায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে ওই সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রণব মুখোপাধ্যায়-সহ ওই তিন জনের ভারতরত্ন পাওয়া নিয়ে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটে তিনি লিখেছেন, ‘প্রণবদা আমাদের দেশের এই সময়ের এক জন অসামান্য কথক। গত কয়েক দশক ধরে তিনি নিরলস ভাবে দেশের সেবা করছেন। দেশের উন্নয়নে তাঁর অবদান ছাপ রেখে দিয়েছে। তাঁর ভারতরত্ন পাওয়ার খবরে আমি আনন্দিত।’

এর আগে কেন্দ্রে তখন  ইউপিএ সরকার। সেই সময়ে প্রণব মুখোপাধ্যায়কে পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করা হয়। সেরা সাংসদের পুরস্কারও পেয়েছিলেন তিনি। তারও আগে সেই আশির দশকে প্রণব মুখোপাধ্যায় সেরা অর্থমন্ত্রীর পুরস্কারও পেয়েছিলেন। তাঁর রাজনৈতিক জীবন এবং প্রকৃত রাষ্ট্রনেতা হিসেবে অবদানের জন্যই প্রণব মুখোপাধ্যায়কে এই সম্মান দেওয়া হচ্ছে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর আগে দীর্ঘ কয়েক দশক ধরে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ভার সামলেছেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক। ভারতরত্ন পাওয়ার খবরের পর দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে টুইটও করেছেন প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ কয়েক দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক স্তরে তাঁর গ্রহণযোগ্যতা দলমত নির্বিশেষে। কূটনৈতিক স্তরে তো বটেই, সংসদীয় রাজনৈতিক জীবনেও তাঁর অবিস্মরণীয় ভূমিকা। অতীতে যে কারণে অটলবিহারী বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, সেই একই কারণে প্রণব মুখোপাধ্যায়কেও ওই সম্মান দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মত।

নাগপুরে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠানে, শোনালেন ধর্মনিরপেক্ষতার কথা

যদিও ভারতরত্ন প্রাপকদের তালিকা নিয়ে ইদানীং রাজনৈতিক মহলে বার বার প্রশ্ন উঠেছে। ভূপেন হাজারিকা একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নানাজি দেশমুখ ছিলেন রাষ্টীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতা। এ নিয়ে রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলছেন।

সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা এর আগে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। সাতের দশকে জয়প্রকাশ নায়ারণের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন নানাজী দেশমুখ। দীর্ঘ দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদস্যও ছিলেন তিনি।

(দেশের আরও খবর পড়তে ক্লিক করুন)