বিজিবি-র ছোড়া গুলিতে মৃত বিএসএফ জওয়ান, মুর্শিদাবাদ সীমান্তে উত্তেজনা

বিজিবি-র ছোড়া গুলিতে মৃত বিএসএফ জওয়ানবিজিবি-বিএসএফ

জাস্ট দুনিয়া ডেস্ক: বিজিবি-র ছোড়া গুলিতে মৃত বিএসএফ জওয়ান, বৃহস্পতিবারের এই ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছে বিএসএফের আর এক জওয়ান।

নদীপথে সীমান্ত পেরিয়ে ও পারে চলে যাওয়া তিন মৎস্যজীবীকে প্রথমে আটকে রাখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাই নিয়ে প্রথমে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এর পর তাঁদের ছাড়িয়ে নিয়ে আসার সময় বিজিবি-র ছোড়া গুলিতেই নিহত হযন বিএসএফের হেড কনস্টেবল বিজয়ভান সিংহ। তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি।

আরও খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে একটি নৌকায় মুর্শিদাবাদের কাকমারি থেকে পদ্মায় ইলিশ ধরতে গিয়েছিলেন তিন মৎস্যজীবী— প্রণব মণ্ডল, অচিন্ত্য মণ্ডল এবং বিকাশ মণ্ডল। অভিযোগ, জলঙ্গির শিরচরের বাসিন্দা ওই তিন জন যখন মাছ ধরছিলেন, তখন বিজিবি সীমান্ত লঙ্ঘনের অভিযোগে তাঁদের আটক করে।

এর পর দু’পক্ষের ফ্ল্যাগ মিটিং হয়। সেই সময় কথা কাটাকাটি হয়। পরে বিজিবি গুলি ছোড়ে বলে বিএসএফের অভিযোগ।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)