নাগরিকত্বের আগুন এ বার দিল্লিতেও, পুড়ল একের পর এক বাস, জখম অনেকে

নাগরিকত্বের আগুন এ বার দিল্লিতেওনাগরিকত্বের আগুন এ বার দিল্লিতেও

জাস্ট দুনিয়া ডেস্ক: নাগরিকত্বের আগুন এ বার দিল্লিতেও, পুড়ল একের পর এক বাস। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা। জখম হলেন দু’পক্ষের অনেকেই।

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ এ বার ছড়াল রাজধানী দিল্লিতেও। পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা সেখানকার নিউ ফ্রেন্ডস কলোনি। রবিবার বিকেলে একের পর এক বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ধস্তাধস্তির সময় দু’পক্ষেরই কয়েক জন জখম হয়েছেন। গোটা ঘটনায় অভিযোগের আঙুল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দিকে। যদিও তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার জেরে দিল্লির পাঁচটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।

দেশের আরও খবর পড়তে ক্লিক করুন

দিল্লি পুলিশের দাবি, প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ১০০-২০০ মানুষ জমায়েত করতে চলেছে। কিন্তু রবিবার বিক্ষোভ শুরু হতেই দেখা যায় এক হাজারের বেশি মানুষ তাতে শামিল হয়েছেন। বিক্ষোভকারীরা একের পর এক বাসে আগুন লাগিয়ে দিতে থাকেন। অবাধে ভাঙচুর চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি  ইঞ্জিন। অভিযোগ দু’টি ইঞ্জিনেও ভাঙচুর করা হয়। আহত হয়েছেন দুই দমকল কর্মী।

অবরোধের জেরে বিপর্যস্ত হয় দিল্লির যান চলাচলও। ব্যস্ত মথুরা রোড আটকে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন। ফলে বদরপুর, আশ্রমচক এলাকার যানবাহনও ঘুরিয়ে দেওয়া হয়। শুক্রবার থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরব জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। শুক্রবারও সংসদ যাত্রা শুরু হলে তাদের থামায় দিল্লি পুলিশ। তবে এদিন বিক্ষোভকারীরা পথে নামলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)