চন্দ্রযান টু ব্যর্থ, কী বলছেন বিভিন্ন জগতের সেলিব্রিটি থেকে রাজনীতিকরা

চন্দ্রযান টু ব্যর্থকান্নায় ভেঙে পড়া ইসরোর চেয়ারম্যানকে এভাবেই স্বান্তনা দিলেন প্রধানমন্ত্রী। ছবি: ডিডির স্ক্রিনগ্র্যাব

জাস্ট দুনিয়া ডেস্ক: চন্দ্রযান টু ব্যর্থ হলেও উচ্ছ্বসিত গোটা দেশ। সকলেই দাঁড়াচ্ছেন ইসরোর বিজ্ঞানীদের পাশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাতেই জানিয়ে দিয়েছিলেন, এর জন্য কোনওভাবেই বিজ্ঞানীদের কৃতিত্ব কমে যায় না। গোটা দেশ রয়েছে তাঁদের সঙ্গে। বা জাননি অন্যান্য জগতের সেলিব্রিটিরাও। রাতে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন তাঁরাও একরাশ উত্তেজনা নিয়ে। হতাশ হয়েছেন তাঁরাও। কিন্তু ইসরোর বিজ্ঞানীদের জন্য গলা ফাঁটাতে ভোলেননি কেউ।

সেই তালিকায় রয়েছেন অনেকেই। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলছেন, ‘‘বিজ্ঞানে কোনও হার নেই। আমরা পরীক্ষা-নিরিক্ষা করি, সেখান থেকে আমরা জিতি। সব বিজ্ঞানীদের শ্রদ্ধা।’’

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। তিনি উচ্ছ্বসিত বিজ্ঞানীদের এই বিপুল উদ্যোগে। তিনি বলেন, ‘‘২.১ মিটার আগে আমরা থেমে গিয়েছি। এটা একটা নতুন শুরু ভিত তৈরি হল। এই হারেও সাফল্যের স্বাদ রয়েছে। বিজ্ঞানীদের জন্য শুভেচ্ছা।’’

কখনও আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারি না। কিন্তু আসল বিষয় হল, সেই লক্ষ্যে পৌঁছনোর বিশ্বাস নিয়েই আমরা উড়তে শুরু করি। আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়। সেই দিন আসবে বিশ্বাসের সঙ্গে’’, টুইটে লেখেন অভিনেতা শাহরুখ খান।

পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘‘আমি গর্বিত আমাদের বিজ্ঞানীদের জন্য। যারা চন্দ্রযান টু-র জন্য অনেক পরিশ্রম করেছেন। ইসরোকে আমার শুভেচ্ছা।  আপনারা আমাদের গর্বিত করতে থাকুন।’’

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা লেখেন, ‘‘এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ পিছিয়ে আসার নয় আর আমরা একটা দেশ হিসেবে এক সঙ্গে পাশে আছি। আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত। আপনারাই আসল প্রেরণা।’’

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের। তিনি লেখেন, ‘‘ইসরোর বিজ্ঞানীদের অসাধারণ কাজের জন্য তাদের শুভেচ্ছা। তাদের প্যাশন, ডেডিকেশন গোটা দেশের জন্য প্রেরণা। এটা সবে ভিত স্থাপন হল। এখনও অনেক চমক দেখানোর বাকি রয়েছে।’’

(ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী)

(দ্রুত খবরের আপডেট পেতে লাইক করুন জাস্ট দুনিয়ার ফেসবুক)