করোনায় মৃত্যু সিতারাম ইয়েচুরির ছেলের, বয়স হয়েছিল ৩৪

করোনায় মৃত্যু সিতারাম ইয়েচুরির ছেলেরছবি আশিস ইয়েচুরির ফেসবুক থেকে

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনায় মৃত্যু সিতারাম ইয়েচুরির ছেলের বৃহস্পতিবার এদিন তিনি টুইট করে তাঁর জীবনের এই বড় কষ্টের খবর ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। আগামী ৯ জুন ৩৫ বছরে পা দিতেন আশিস ইয়েচুরি। কিন্তু তার আগেই সব শেষ। করোনায় আক্রান্ত হয়ে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে মৃ্ত্যু হল আশিসের। শেষ হল দু’সপ্তাহের লড়াই। ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মীদের এতদিন ধরে চেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন সিতারাম ইয়েচুরি।

তিনি টুইটে লেখেন, ‘‘দুঃখের সঙ্গে আমি আপনাদের জানাতে চাউ আমি আমার বড় ছেলে আশিস ইয়েচুরি জীবন আজ সকালে কেড়ে নিল কোভিড-১৯। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের আশা দিয়েছিল, যাঁরা ওর চিকিৎসা করেছিল— ডাক্তার, নার্স, সামনের সাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী, স্যানিটাইজেশন কর্মী এবং সবাই যাঁরা আমাদের পাশে ছিল।’’

চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজম থেকে পাশ করে আশিস বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। দিল্লির টাইমস অব ইন্ডিয়াতেও ছিলেন। এর পর তিনি পুণেতে চলে যান। তিনি জানুয়ারিতেই অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে যোগ দিয়েছিলেন নিউজলন্ড্রি নামে একটি খবরের ওয়েব সাইটে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টুইটারে অনেকেই সমবেদনা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘মর্মাহত এবং শোকাহত এই খবর শুনে যে সিতারাম ইয়েচুরি জি-র ছেলে আশিস অসময়ে চলে গেল। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।’’ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘‘সিতারাম ইয়েচুরি জি ও তার পরিবারকে সমবেদনা তাঁর ছেলে আশিসের অসময়ে মৃত্যুর মতো দুঃখজনক সময়ে। ওম শান্তি।’’

শশী থারুর নিজেই করোনায় আক্রান্ত। তিনি টুইটে লেখেন, ‘‘এই খবর শুনে আমি ভেঙে পড়েছি। বাবা-মায়ের জন্য এর থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। আশা করি এই ক্ষতি সহ্য করার শক্তি খুঁজে পাবেন।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)