তিতলি আসছে ধেয়ে, বৃহস্পতিবার আছড়ে পড়বে ওড়িশা-অন্ধ্র উপকূলে, এ রাজ্যেও বৃষ্টি

তিতলিতিতলি

জাস্ট দুনিয়া ডেস্ক: তিতলি আসছে ধেয়ে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করবে সে। তার পর আছড়ে পড়বে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে, বৃহস্পতিবারের আগে নয়।

রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। মঙ্গলবার সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। ধীরে ধীরে সেটি এগিয়ে যাচ্ছে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ তেমনটা জানিয়ে চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে।

মঙ্গলবার রাতে ওই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল ওড়িশার গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপটনম থেকে ৪৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে সেটি এগিয়ে আসছে উপকূলের দিকে।

উপগ্রহ চিত্র দেখুন সরাসরি

ওড়িশা সরকার জরুরিভিত্তিক ত্রাণ কার্যের জন্য সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক করেছে ইতিমধ্যেই। আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার এই দু’দিন গজপতি, গঞ্জাম, পুরী এবং জগৎসিংহপুর জেলার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ থেকে কলকতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় তিত‌লির প্রভাবে এ রাজ্যেও আগামী কয়েক দিন বৃষ্টি হবে। বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশেও। তবে বুধ এবং বৃহস্পতি এই দু’দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস জানানো হয়েছে ওড়িশার বেশ কিছু জায়গায়।

কী বলছে আবহাওয়া দফতরের রিপোর্ট? দেখে নিন সরাসরি

ঘূর্ণিঝড় তিতলির নামকরণ করেছে পাকিস্তান। তিতলি শব্দের অর্থ প্রজাপতি। তবে বাংলায় তিতলির প্রভাবে তেমন কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা। কিন্তু তিতলির প্রভাবে বুধ থেকে শুক্রবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। তবে বোধনের আগেই বৃষ্টি থেমে যাবে বলে মনে করছেন আবহবিজ্ঞানীরা।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আজ বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তা চলতে পারে শুক্রবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পুজোয় বৃষ্টি কি হবে?

এর মধ্যেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তার নাম লুবান। ওমান ওই নাম দিয়েছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আরব সাগরের ঘূর্ণিঝড়টি অতি প্রবল হবে। তার অভিমুখ ওমানের দিকেই।