কৃষি আইন প্রত্যাহার নিয়ে কংগ্রেস উচ্ছ্বসিত, রাহুল গান্ধী বললেন, ‘জানতাম’

কৃষি আইন প্রত্যাহার নিয়ে কংগ্রেস

জাস্ট দুনিয়া ডেস্ক: কৃষি আইন প্রত্যাহার নিয়ে কংগ্রেস মুখ  খুলল। শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল লক্ষ্যই ছিল কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করা। আর গত এক বছরের লড়াই শেষে এদিন সেই কাজটি তিনি করে ফেললেন। যেখানে সব বিরোধী দলই মনে করছে, এটা কৃষকদের দীর্ঘ কঠিন লড়াইয়ের জয়। ইতিমধ্যেই টুইট করে কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলন করে তাদের এই বিষয়ে বক্তব্য জানিয়েছে কংগ্রেসও। স্বয়ং রাহুল গান্ধী এদিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর বলেন, ‘‘আমি কৃষকদের সমর্থন করি। আমরা তাদের পাশে ছিলাম ও থাকব। আমি বলেছিলাম, সরকার বাধ্য হবে এই আইন প্রত্যাহার করতে। মনে করে দেখুন।’’

এদিন কংগ্রেসের তরফে কৃষি আইন প্রত্যাহার নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রনদীপ সিং সূর্যেওয়ালা। তাঁর বক্তব্যে তিনি বুঝিয়ে দেন দল কৃষকদের সঙ্গে ছিল, থাকবে। বিজেপি একহাত নিতে ছাড়েননি তিনি। তিনি বলেন, ‘‘আজ মোদীর অহঙ্কারের হারের দিন। পুঁজিপতিদের হারের দিন। আজ কৃষকদের জয়ের দিন। আজ উৎসব করার দিন নয়, আজ মোদীর ক্ষমা চাওয়ার দিন। আজ মোদী সরকার নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে। শাস্তি জনতা সিদ্ধান্ত নেবে।’’

শুনুন তিনি আর কী কী বলেছেন—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)