ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাস দমন প্রসঙ্গে সরব হলেন

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করলেন। ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন এবং দক্ষিণ আফ্রিকা— এই পাঁচ দেশকে নিয়ে গঠিত ‘ব্রিকস’। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উপস্থিতিতে ভার্চুয়াল এই বৈঠকের আয়োজক দেশ ছিল ভারত। সেখানেই সভাপতির ভূমিকা পালন করেন মোদী। ‘ব্রিকস’-এর এই ভার্চুয়াল শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাস মোবাবিলায় যৌথ উদ্যোগের প্রস্তাব সর্ব সম্মত ভাবে গৃহীত হয়েছে। গত ২৪ অগস্ট ‘ব্রিকস’-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকের সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এ দিনের বৈঠকে মোদী বলেন, ‘‘আফগানিস্তান নিশ্চয়ই তার প্রতিবেশী দেশগুলির কাছে সন্ত্রাস এবং মাদক পাচারের উৎস হয়ে উঠবে না। সেটা কাম্যও নয়।’’

শুনুন, কী বললেন মোদী…

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)