জাস্ট দুনিয়া ডেস্ক: যখন কলকাতায় বিশ্ব বাংলা বানিজ্য সম্মেলনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই গুজরাতে Global AYUSH & Innovation Summit -এ ভাষণ দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেখানেও তিনি আয়ুশ ক্ষেত্রে বিনিয়োগের প্রসঙ্গেই জোড় দিলেন। হাজির ছিলেন দেশ, বিদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা। হাজির ছিলেন ‘হু’-র জেনারেল ডিরেক্টর টেড্রো ঘেব্রেয়েসুস। এই অনুষ্ঠানেই মোদীর থেকে নতুন গুজরাতি নাম পেলেন তিনি। মোদী বলেন, ‘আমার আপনাকে তুলসীভাই বলে ডাকতে ভাল লাগবে।’’ এর পর মোদী কেন তুলসী তারও ব্যাখ্যা দিয়ে বলেন, তুলসী গাছকে। এই সামিট তিন ধরে চলবে গান্ধিনগরে। মোদী জানান, আয়ুশ চিকিৎসার জন্য ভারতে আসতে বিশেষ ভিসার ব্যবস্থাও করা হবে। শুনে নিন আর কী কী বললেন মোদী—
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)